ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় যৌতুক মামলায় শিক্ষক সমীর কারাগারে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
  • / ৩৬১ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সমীর কুমার সাহা এখন জেলহাজতে। মামলাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা শহরের রথতলার বিজন সাহার ছেলে সমীর কুমার সাহা আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক। তিনি প্রায় ৯ বছর পূর্বে আলমডাঙ্গা শহরের মাদ্রাসাপাড়ার সৌমেন্দ্রনাথ সাহার মেয়ে সীমা সাহাকে বিয়ে করেন। সীমা সাহাও প্রাইমারি স্কুল শিক্ষক। এজাহারসূত্রে জানা যায়, বিয়ের পর থেকে সমীর কুমার সাহা ও তার মা-বোন যৌতুকের দাবিতে সীমা রাণী সাহাকে নানাভাবে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করে আসছিল। সমীর কুমার সাহা ও তার মা-বোন মোটা অংকের টাকা যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তাকে মারধর করত বলে দাবি করে সীমা রাণী সাহা জানিয়েছেন, কন্যা সন্তান হওয়ার পর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। এক পর্যায়ে সমীর কুমার সাহা স্ত্রীকে তার বাপের বাড়ি রেখে যান। এরই মধ্যে দেড় বছর অতিক্রান্ত হলেও স্ত্রীর কোন খোঁজ নেননি সমীর কুমার সাহা। অত্যাচার-অবহেলা সইতে না পেরে সীমা রাণী সাহা গত ৫ এপ্রিল ১৮ চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে যৌতুক আইনে সমীর কুমার সাহার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানির দিন ধার্য হলে গত সোমবার সমীর কুমার সাহা আদালতে উপস্থিত হন। তিনি জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন নাকোচ করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় যৌতুক মামলায় শিক্ষক সমীর কারাগারে

আপলোড টাইম : ১০:৩০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮

আলমডাঙ্গা অফিস: স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সমীর কুমার সাহা এখন জেলহাজতে। মামলাসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা শহরের রথতলার বিজন সাহার ছেলে সমীর কুমার সাহা আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক। তিনি প্রায় ৯ বছর পূর্বে আলমডাঙ্গা শহরের মাদ্রাসাপাড়ার সৌমেন্দ্রনাথ সাহার মেয়ে সীমা সাহাকে বিয়ে করেন। সীমা সাহাও প্রাইমারি স্কুল শিক্ষক। এজাহারসূত্রে জানা যায়, বিয়ের পর থেকে সমীর কুমার সাহা ও তার মা-বোন যৌতুকের দাবিতে সীমা রাণী সাহাকে নানাভাবে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন করে আসছিল। সমীর কুমার সাহা ও তার মা-বোন মোটা অংকের টাকা যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তাকে মারধর করত বলে দাবি করে সীমা রাণী সাহা জানিয়েছেন, কন্যা সন্তান হওয়ার পর নির্যাতনের মাত্রা আরো বেড়ে যায়। এক পর্যায়ে সমীর কুমার সাহা স্ত্রীকে তার বাপের বাড়ি রেখে যান। এরই মধ্যে দেড় বছর অতিক্রান্ত হলেও স্ত্রীর কোন খোঁজ নেননি সমীর কুমার সাহা। অত্যাচার-অবহেলা সইতে না পেরে সীমা রাণী সাহা গত ৫ এপ্রিল ১৮ চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে যৌতুক আইনে সমীর কুমার সাহার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানির দিন ধার্য হলে গত সোমবার সমীর কুমার সাহা আদালতে উপস্থিত হন। তিনি জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তার জামিনের আবেদন নাকোচ করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।