ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় মাদকের টাকার জন্য যুবককে মারধর

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
  • / ১৬৪ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরে মাদকের জন্য রাতের আধারে এক যুবককে হাত-পা বেধে টাকা ও মারধরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের শাহিনের জামাতা আরিফুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আনন্দধাম এলাকায় অপরিচিত এক যুবক আরিফুলকে রাস্তা চিনিয়ে দেওয়ার নাম করে ডেকে নিয়ে যান। পরে রাস্তার মাঝে ৫-৬ জন যুবক আরিফুলের মুখ চেপে ধরেন এবং তাঁর দুই হাত ও পা বেধে কাঁদার মধ্যে ফেলে বেধড়ক মারধর করে। আরিফুলের জিন্সের পকেট ছিড়ে ৭ শ টাকা নিয়ে মাঠ দিয়ে পালিয়ে যায় ওই যুবকেরা। এসময় স্থানীয়রা ক্যানেলের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ গোমড়ানোর আওয়াজ শুনে ছুটে যায়। এলাকাবাসী আরিফুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শ্বশুর বাড়িতে পাঠায়। এই ঘটনায় আরিফুল বলেন, ‘আমি কাউকে চিনি না। আমার কাছে রাস্তা দেখতে চেয়ে পেছন থেকে এসে ৫-৬ জন হাত-পা বেধে বেধড়ক মারধর করে। আমার পকেট থেকে ৭ শ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। তাদের সবার মুখ থেকে গাঁজার গন্ধ বের হচ্ছিল। এই ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবির বলেন, ‘মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় মাদকের টাকার জন্য যুবককে মারধর

আপলোড টাইম : ১০:৩৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুরে মাদকের জন্য রাতের আধারে এক যুবককে হাত-পা বেধে টাকা ও মারধরের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের শাহিনের জামাতা আরিফুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় আনন্দধাম এলাকায় অপরিচিত এক যুবক আরিফুলকে রাস্তা চিনিয়ে দেওয়ার নাম করে ডেকে নিয়ে যান। পরে রাস্তার মাঝে ৫-৬ জন যুবক আরিফুলের মুখ চেপে ধরেন এবং তাঁর দুই হাত ও পা বেধে কাঁদার মধ্যে ফেলে বেধড়ক মারধর করে। আরিফুলের জিন্সের পকেট ছিড়ে ৭ শ টাকা নিয়ে মাঠ দিয়ে পালিয়ে যায় ওই যুবকেরা। এসময় স্থানীয়রা ক্যানেলের ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ গোমড়ানোর আওয়াজ শুনে ছুটে যায়। এলাকাবাসী আরিফুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর শ্বশুর বাড়িতে পাঠায়। এই ঘটনায় আরিফুল বলেন, ‘আমি কাউকে চিনি না। আমার কাছে রাস্তা দেখতে চেয়ে পেছন থেকে এসে ৫-৬ জন হাত-পা বেধে বেধড়ক মারধর করে। আমার পকেট থেকে ৭ শ টাকা নিয়ে পালিয়ে যায় তারা। তাদের সবার মুখ থেকে গাঁজার গন্ধ বের হচ্ছিল। এই ব্যাপারে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমঙ্গীর কবির বলেন, ‘মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’