ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদকসেবীর জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
  • / ৪৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদকসেবীকে জরিমানা করা হয়েছে। ঘোলদাড়ি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার পাইকপাড়া থেকে তাঁদের আটক করে। গতকাল মঙ্গলবার আটককৃত পাঁচজনকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৫ শ টাকা করে জরিমানা করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের রায়লক্ষীপুর গ্রামের কাসেম আলীর ছেলে খোকন (২৮), ঘোলদাঁড়ি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রাজিব (২৩), হোসেনপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মামুন হোসেন (১৮), ছের আলীর ছেলে হিরণ (২৪) ও হামিদুল ইসলামের ছেলে রকি (২১) পাইকপাড়া মাঠের মধ্যে গত সোমবার রাতে গাঁজা সেবন করছিলেন। ঘোলদাঁড়ি ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটককৃত ব্যক্তিদের নিকট থেকে মাদকদ্রব্য সেবনের সরাঞ্জাম উদ্ধার করে পুলিশ।
ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশ রাতেই তাঁদের আলমডাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পরে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবিরের নিকট নিলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ৫ শ টাকা করে মোট ২ হাজার ৫ শ টাকা জরিমানা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদকসেবীর জরিমানা

আপলোড টাইম : ১০:২২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদকসেবীকে জরিমানা করা হয়েছে। ঘোলদাড়ি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে গত সোমবার পাইকপাড়া থেকে তাঁদের আটক করে। গতকাল মঙ্গলবার আটককৃত পাঁচজনকে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৫ শ টাকা করে জরিমানা করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের রায়লক্ষীপুর গ্রামের কাসেম আলীর ছেলে খোকন (২৮), ঘোলদাঁড়ি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রাজিব (২৩), হোসেনপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মামুন হোসেন (১৮), ছের আলীর ছেলে হিরণ (২৪) ও হামিদুল ইসলামের ছেলে রকি (২১) পাইকপাড়া মাঠের মধ্যে গত সোমবার রাতে গাঁজা সেবন করছিলেন। ঘোলদাঁড়ি ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটককৃত ব্যক্তিদের নিকট থেকে মাদকদ্রব্য সেবনের সরাঞ্জাম উদ্ধার করে পুলিশ।
ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশ রাতেই তাঁদের আলমডাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পরে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবিরের নিকট নিলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ৫ শ টাকা করে মোট ২ হাজার ৫ শ টাকা জরিমানা করেন।