ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ৭০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন জোয়ার্দ্দারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দারুস সালাম কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এর পূর্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
জানা যায়, গত বুধবারর রাত আটটার দিকে মুক্তিযোদ্ধা শওকত হোসেন জোয়ার্দ্দার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এসময় পরিবারের সদস্যরা তাঁকে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে ভর্তি করেন। সেখানে কিছ্ক্ষুণ পর একটু সুস্থ হলে তাঁকে পুনরায় বাড়িতে নেওয়া হয়। নিজ বাড়িতে অবস্থানকালে রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
এদিকে, মরহুমের জানাজা ও দাফনকার্যে অংশ নেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দীন, শেখ নুর মোহাম্মদ জকু, আব্দুল কুদ্দুস, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোমেন, ডা. একরামুল হক, ডা. সিরাজ উদ্দিন, আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম, কাউন্সিলর আলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেলিম উদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক তাপস রশিদ, সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড টাইম : ০৯:৩৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন জোয়ার্দ্দারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দারুস সালাম কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এর পূর্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
জানা যায়, গত বুধবারর রাত আটটার দিকে মুক্তিযোদ্ধা শওকত হোসেন জোয়ার্দ্দার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এসময় পরিবারের সদস্যরা তাঁকে আলমডাঙ্গা ফাতেমা ক্লিনিকে ভর্তি করেন। সেখানে কিছ্ক্ষুণ পর একটু সুস্থ হলে তাঁকে পুনরায় বাড়িতে নেওয়া হয়। নিজ বাড়িতে অবস্থানকালে রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
এদিকে, মরহুমের জানাজা ও দাফনকার্যে অংশ নেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাবুদ্দীন, শেখ নুর মোহাম্মদ জকু, আব্দুল কুদ্দুস, সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মইনদ্দিন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোমেন, ডা. একরামুল হক, ডা. সিরাজ উদ্দিন, আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম, কাউন্সিলর আলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও প্রেসক্লাবের সম্পাদক হামিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেলিম উদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক তাপস রশিদ, সহকারী অধ্যাপক ইদ্রিস আলী খান প্রমুখ।