ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বিদ্যুস্পৃষ্টে আরও এক গৃহবধূর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১
  • / ৫৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলী খাতুন (৩৫) আরও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামের আসলাম উদ্দিনের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামে এ ঘটে। মাত্র পাঁচদিনের ব্যবধানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরও এক গৃহবধূর মৃত্যু হলো। ইতোপূর্বে গত ৩০ এপ্রিল অনুরূপভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক গৃহবধূর মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, গত বুধবার রাতে ঝড়ের কারণে নওদা পাঁচলিয়ার আসলাম উদ্দীনের বাড়িতে থাকা বিদ্যুতের তার ছিড়ে টিনের ঘরের ওপর পড়ে। এতে টিনের ঘর বিদ্যুতায়িত হয়। দুপুরে বাড়িতে কাজ করার সময় মুরগির ঘরের টিনের চালে হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হন গৃহবধূ বেলী খাতুন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃত বেলী খাতুন ছিলেন চার কন্যাসন্তানের জননী। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম শুরু হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় বিদ্যুস্পৃষ্টে আরও এক গৃহবধূর মৃত্যু

আপলোড টাইম : ০৯:২৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মে ২০২১

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলী খাতুন (৩৫) আরও এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামের আসলাম উদ্দিনের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার নওদা পাঁচলিয়া গ্রামে এ ঘটে। মাত্র পাঁচদিনের ব্যবধানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আরও এক গৃহবধূর মৃত্যু হলো। ইতোপূর্বে গত ৩০ এপ্রিল অনুরূপভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক গৃহবধূর মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, গত বুধবার রাতে ঝড়ের কারণে নওদা পাঁচলিয়ার আসলাম উদ্দীনের বাড়িতে থাকা বিদ্যুতের তার ছিড়ে টিনের ঘরের ওপর পড়ে। এতে টিনের ঘর বিদ্যুতায়িত হয়। দুপুরে বাড়িতে কাজ করার সময় মুরগির ঘরের টিনের চালে হাত দিলে বিদ্যুতস্পৃষ্ট হন গৃহবধূ বেলী খাতুন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃত বেলী খাতুন ছিলেন চার কন্যাসন্তানের জননী। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম শুরু হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।