ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বিকাশে প্রতারণায় ৬ হাজার টাকা খোয়া

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৪:৫৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭
  • / ৩৪৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে এক ব্যবসায়ির ৬ হাজার টাকা খোয়া গেল বিকাশ জালিয়াতির মাধ্যমে। জানা গেছে, আলমডাঙ্গা কোর্টপাড়ার বাসিন্দা ঔষধ ব্যবসায়ি রহমত আলী গতকাল সকালবেলা আলিফ উদ্দিন রোডের বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে ৫শ টাকা ক্যাশ আউট করে। বেলা আনুমানিক ৩ টার দিকে ০১৮৫৬-৮১১৮৪৭ নম্বর দিয়ে ফোন করে রহমত আলীকে বলে- ভাই, আপনার বিকাশ একাউন্টে ভুল করে আমার ৬ হাজার টাকা চলে গেছে। পরে রহমান তার একাউন্ট চেক দেখে যে, তার একাউন্টে জমা হওয়া ৬ হাজার ১শ ৮৯ টাকা আছে। তখন ওই নম্বরে ফোন করে তাকে জানায় যে, আপনার কোন টাকা আমার একাউন্টে আসে নি। এরপরই ০১৭৮৪-৭৭৯৪২২ নম্বর থেকে একটি ১২ হাজার ১শ ৮৯ টাকার ম্যাসেজ আসে। ম্যাসেজ আসার সাথে সাথে আবার একই নম্বর থেকে ফোন দিয়ে জানায়, ভাই দেখেন এবার টাকা গিয়েছে। রহমত আলী তখন তার ফোনের ম্যাসেজ চেইক করে দেখে ১২ হাজার ১শ ৮৯ টাকার ম্যাসেজ। সহজ সরল রহমত আলী প্রতারক চক্রের দেওয়া নম্বরে ৬ হাজার টাকা সেন্ট মানি করে পাঠিয়ে দিলে বিকাশ থেকে ফিরতি ম্যাসেজে দেখে তার একাউন্টে আর ১শ ৮৪ টাকা আছে। তখন তার আর বুঝতে বাকি থাকল না- এটা একটি প্রতারকচক্রের পাতানো ফাঁদ। ৬ হাজার টাকা হারিয়ে হায় হায় করতে থাকে রহমত আলী। এ ব্যাপারে বিকাশ কাস্টোমার কেয়ারে ফোন করলে তারা জানান, অপরিচিত কোন নম্বর বা ব্যক্তির কথায় ভুল বুঝে আপনারা এই ধরনের লেনদেন করবেন না। কাউকে কখন আপনার গোপন পিন নম্বর জানাবেন না। আপনারা একটু সচেতন হলেই এই প্রতারনার হাত থেকে রেহায় পাওয়া সম্ভব। তাছাড়া আমরা এই প্রতারক চক্রকে ধরার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় বিকাশে প্রতারণায় ৬ হাজার টাকা খোয়া

আপলোড টাইম : ০৪:৫৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০১৭

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে এক ব্যবসায়ির ৬ হাজার টাকা খোয়া গেল বিকাশ জালিয়াতির মাধ্যমে। জানা গেছে, আলমডাঙ্গা কোর্টপাড়ার বাসিন্দা ঔষধ ব্যবসায়ি রহমত আলী গতকাল সকালবেলা আলিফ উদ্দিন রোডের বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে ৫শ টাকা ক্যাশ আউট করে। বেলা আনুমানিক ৩ টার দিকে ০১৮৫৬-৮১১৮৪৭ নম্বর দিয়ে ফোন করে রহমত আলীকে বলে- ভাই, আপনার বিকাশ একাউন্টে ভুল করে আমার ৬ হাজার টাকা চলে গেছে। পরে রহমান তার একাউন্ট চেক দেখে যে, তার একাউন্টে জমা হওয়া ৬ হাজার ১শ ৮৯ টাকা আছে। তখন ওই নম্বরে ফোন করে তাকে জানায় যে, আপনার কোন টাকা আমার একাউন্টে আসে নি। এরপরই ০১৭৮৪-৭৭৯৪২২ নম্বর থেকে একটি ১২ হাজার ১শ ৮৯ টাকার ম্যাসেজ আসে। ম্যাসেজ আসার সাথে সাথে আবার একই নম্বর থেকে ফোন দিয়ে জানায়, ভাই দেখেন এবার টাকা গিয়েছে। রহমত আলী তখন তার ফোনের ম্যাসেজ চেইক করে দেখে ১২ হাজার ১শ ৮৯ টাকার ম্যাসেজ। সহজ সরল রহমত আলী প্রতারক চক্রের দেওয়া নম্বরে ৬ হাজার টাকা সেন্ট মানি করে পাঠিয়ে দিলে বিকাশ থেকে ফিরতি ম্যাসেজে দেখে তার একাউন্টে আর ১শ ৮৪ টাকা আছে। তখন তার আর বুঝতে বাকি থাকল না- এটা একটি প্রতারকচক্রের পাতানো ফাঁদ। ৬ হাজার টাকা হারিয়ে হায় হায় করতে থাকে রহমত আলী। এ ব্যাপারে বিকাশ কাস্টোমার কেয়ারে ফোন করলে তারা জানান, অপরিচিত কোন নম্বর বা ব্যক্তির কথায় ভুল বুঝে আপনারা এই ধরনের লেনদেন করবেন না। কাউকে কখন আপনার গোপন পিন নম্বর জানাবেন না। আপনারা একটু সচেতন হলেই এই প্রতারনার হাত থেকে রেহায় পাওয়া সম্ভব। তাছাড়া আমরা এই প্রতারক চক্রকে ধরার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।