ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বাল্যবিবাহ, কনের পিতাকে জরিমানা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • / ১৩৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার খাসকররায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এছাড়া মাস্ক ব্যবহার না করায় দু’দোকানদারকে জরিমানা করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার খাসকররা গ্রামের আব্দুস সাত্তার তার দশম শ্রেণীতে পড়ুয়া কন্যা সাদিয়া খাতুনের বিয়ে পাকাপোক্ত করে। গতকাল বিয়ের দিন হওয়ায় পাংশা উপজেলার কালুখালি থেকে ছেলে পক্ষের লোকজন আসে। আগেই বাল্যবিয়ের সংবাদ পেয়ে আলমডাঙ্গার সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবির ঘটনাস্থলে হাজির হন। এসময় বাল্যবিয়ে দেবার দায়ে কন্যার পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না ব্যবহার করায় খাসকররা বাজারের শাড়ি ব্যবসায়ী বশিরকে ২ শ টাকা, মিস্টি ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও জাহাঙ্গীর হোসেনকে ৫শ’ টাকা জরিমানা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় বাল্যবিবাহ, কনের পিতাকে জরিমানা!

আপলোড টাইম : ০৮:৫৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার খাসকররায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এছাড়া মাস্ক ব্যবহার না করায় দু’দোকানদারকে জরিমানা করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার খাসকররা গ্রামের আব্দুস সাত্তার তার দশম শ্রেণীতে পড়ুয়া কন্যা সাদিয়া খাতুনের বিয়ে পাকাপোক্ত করে। গতকাল বিয়ের দিন হওয়ায় পাংশা উপজেলার কালুখালি থেকে ছেলে পক্ষের লোকজন আসে। আগেই বাল্যবিয়ের সংবাদ পেয়ে আলমডাঙ্গার সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবির ঘটনাস্থলে হাজির হন। এসময় বাল্যবিয়ে দেবার দায়ে কন্যার পিতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না ব্যবহার করায় খাসকররা বাজারের শাড়ি ব্যবসায়ী বশিরকে ২ শ টাকা, মিস্টি ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও জাহাঙ্গীর হোসেনকে ৫শ’ টাকা জরিমানা করেন।