ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় দু’দল কিশোরের মধ্যে মারামারি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮
  • / ৪০৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর তাঁতীপাড়া ও চাষীপাড়ার দু’দল কিশোরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ মারামারির ঘটনা ঘটে। কয়েকদিন ধরে মারমারিতে বেশ কয়েকজন কিশোর আহত হয়। রোজার মাসে ভোরে সেহরী খাওয়ার লোক ডাকার ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে এ মারামরির সূত্রপাত ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের চাষীপাড়া ও তাঁতীপাড়ার দু’দল কিশোর রোজার মাসে সেহরী খাওয়ার জন্য ভোরে মাইকে লোক ডাকা শুরু করে। অভিযোগ উঠেছে চাষী পাড়ার কিশোররা তাঁতীপাড়ার কিছু অংশ তারা ডাকবে বলে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আল মমিন নামের তাঁতীপাড়ার এক কিশোরকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনার জের ধরে ঈদের পরে গত পরশু চাষীপাড়ার কয়েক যুবক তাঁতীপাড়ার রেজাউলে ছেলে শোভনকে মারপিট করে। এ ঘটনা নিয়ে দু’পাড়ার কিশোরদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় চাষীপাড়ার কয়েক যুবক তাঁতীপাড়ায় গিয়ে আবার মারপিট করতে থাকে। এ সময় চাষীপাড়ার দুলাল হোসেনের ছেলে সাইফুল জখম হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় দু’দল কিশোরের মধ্যে মারামারি

আপলোড টাইম : ১২:০৮:০১ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর তাঁতীপাড়া ও চাষীপাড়ার দু’দল কিশোরের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ মারামারির ঘটনা ঘটে। কয়েকদিন ধরে মারমারিতে বেশ কয়েকজন কিশোর আহত হয়। রোজার মাসে ভোরে সেহরী খাওয়ার লোক ডাকার ঘটনা নিয়ে দু’পক্ষের মধ্যে এ মারামরির সূত্রপাত ঘটে। জানা গেছে, আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের চাষীপাড়া ও তাঁতীপাড়ার দু’দল কিশোর রোজার মাসে সেহরী খাওয়ার জন্য ভোরে মাইকে লোক ডাকা শুরু করে। অভিযোগ উঠেছে চাষী পাড়ার কিশোররা তাঁতীপাড়ার কিছু অংশ তারা ডাকবে বলে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আল মমিন নামের তাঁতীপাড়ার এক কিশোরকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ ঘটনার জের ধরে ঈদের পরে গত পরশু চাষীপাড়ার কয়েক যুবক তাঁতীপাড়ার রেজাউলে ছেলে শোভনকে মারপিট করে। এ ঘটনা নিয়ে দু’পাড়ার কিশোরদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় চাষীপাড়ার কয়েক যুবক তাঁতীপাড়ায় গিয়ে আবার মারপিট করতে থাকে। এ সময় চাষীপাড়ার দুলাল হোসেনের ছেলে সাইফুল জখম হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়ে আসে।