ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় দিনব্যাপী অভিযানে ৬ হাজার ৫শ টাকা উৎকোচ গ্রহনের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬
  • / ৩৫৭ বার পড়া হয়েছে

IMG_20161018_185025আলমডাঙ্গা অফিস: গতকাল চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে তোফাজ্জেল (৩২) কে ১ পুরিয়া হিরোইনসহ আটক করে থানায় সোপর্দ্দ করে। থানায় সোপর্দ্দ করার পর তোফাজ্জেল এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন তার কাছে ব্যবসার ৪ হাজার টাকা পকেটে ছিল- যা মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজন তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের সাথে কথা হলে তিনি এই প্রতিবেদকের কাছে বিষয়টি শুনেছেন বলে জানান। এছাড়াও গতকাল পাঁচলিয়া গ্রামের মুক্তার আলীর স্ত্রী মাদক ব্যবসায়ী পারভীন খাতুনের কাছ থেকে ছেড়ে দেওয়ার নাম করে ২ হাজার ৫ শ টাকা উৎকোচ নিয়েছে বলে তার পরিবার এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেছেন। জামজামি ইউনিয়নের একজন জনপ্রতিনিধির মাধ্যমে ২ হাজার ৫শ টাকা প্রদান করা হয়েছে। বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে অবহিত করা হয়। এই নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধ দমনে এসে নিজেরাই অপরাধে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে কী শাস্তির ব্যবস্থা আছে? এলাকাবাসীর মধ্যে সেই আলোচনা ঘুরপাক খেতে থাকে। তোফাজ্জেলকে আজ চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় দিনব্যাপী অভিযানে ৬ হাজার ৫শ টাকা উৎকোচ গ্রহনের অভিযোগ

আপলোড টাইম : ১২:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬

IMG_20161018_185025আলমডাঙ্গা অফিস: গতকাল চুয়াডাঙ্গা জেলার মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে তোফাজ্জেল (৩২) কে ১ পুরিয়া হিরোইনসহ আটক করে থানায় সোপর্দ্দ করে। থানায় সোপর্দ্দ করার পর তোফাজ্জেল এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেন তার কাছে ব্যবসার ৪ হাজার টাকা পকেটে ছিল- যা মাদকদ্রব্য অধিদপ্তরের লোকজন তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের সাথে কথা হলে তিনি এই প্রতিবেদকের কাছে বিষয়টি শুনেছেন বলে জানান। এছাড়াও গতকাল পাঁচলিয়া গ্রামের মুক্তার আলীর স্ত্রী মাদক ব্যবসায়ী পারভীন খাতুনের কাছ থেকে ছেড়ে দেওয়ার নাম করে ২ হাজার ৫ শ টাকা উৎকোচ নিয়েছে বলে তার পরিবার এই প্রতিবেদকের কাছে অভিযোগ করেছেন। জামজামি ইউনিয়নের একজন জনপ্রতিনিধির মাধ্যমে ২ হাজার ৫শ টাকা প্রদান করা হয়েছে। বিষয়টি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে অবহিত করা হয়। এই নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরাধ দমনে এসে নিজেরাই অপরাধে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে কী শাস্তির ব্যবস্থা আছে? এলাকাবাসীর মধ্যে সেই আলোচনা ঘুরপাক খেতে থাকে। তোফাজ্জেলকে আজ চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হবে।