ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় খাদ্যে বিষ মিশিয়ে ৫টি ছাগল হত্যা : মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭
  • / ৩৬৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় বেগুন ক্ষেতে ঢুকে গাছ খাওয়ার জের ধরে বিষ দিয়ে হত্যা করা হলো ৫টি ছাগল। বিষক্রিয়ায় মারাত্মক আহত আরো ৬টি ছাগল। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া  গ্রামের মৃত রবজেল মন্ডলের ছেলে শাহাজুল ইসলামের উম্মুক্ত বেগুন ক্ষেতে বিভিন্ন সময় ছাগল ঢুকে বেগুন গাছ ও কড়ি বেগুন খেয়ে ফেলত। এইব্যাপারে শাহাজুল ক্ষেত সুরক্ষার ব্যবস্থা না করে ছাগল মালিকদের ছাগল বেধেঁ রাখার জন্য বলতো এবং আগামীতে বেগুন ক্ষেতে ছাগল এলে তার ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দিতো। এরই এক পর্যায়ে গতকাল সে তার বেগুন ক্ষেতের চারপাশে গমের ভুসির সাথে দানা বিষ মিশিয়ে ডুমুরের পাতায় রেখে ছাগলের মৃত্যু ফাঁদ তৈরী করে রাখে। অবলা প্রাণী ছাগল ক্ষেতে প্রবেশ করার সময় বিষ মিশ্রিত ভুসি খেলে ক্ষেতের আইলে ৫টি ছাগলের করুণ মৃত্যু হয়। আরো ৬টি ছাগল মারাত্মক আহত হয়। এগুলোর মধ্যে ৪ টি ছাগলের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মৃত ছাগল গুলো মোড়ভাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলমের ২ টি, মোঃ রবিউল হকের ২টি ও করিমের ১ টি বলে জানা গেছে। এই ব্যপারে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় খাদ্যে বিষ মিশিয়ে ৫টি ছাগল হত্যা : মামলা

আপলোড টাইম : ১০:৫৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭

আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় বেগুন ক্ষেতে ঢুকে গাছ খাওয়ার জের ধরে বিষ দিয়ে হত্যা করা হলো ৫টি ছাগল। বিষক্রিয়ায় মারাত্মক আহত আরো ৬টি ছাগল। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া  গ্রামের মৃত রবজেল মন্ডলের ছেলে শাহাজুল ইসলামের উম্মুক্ত বেগুন ক্ষেতে বিভিন্ন সময় ছাগল ঢুকে বেগুন গাছ ও কড়ি বেগুন খেয়ে ফেলত। এইব্যাপারে শাহাজুল ক্ষেত সুরক্ষার ব্যবস্থা না করে ছাগল মালিকদের ছাগল বেধেঁ রাখার জন্য বলতো এবং আগামীতে বেগুন ক্ষেতে ছাগল এলে তার ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দিতো। এরই এক পর্যায়ে গতকাল সে তার বেগুন ক্ষেতের চারপাশে গমের ভুসির সাথে দানা বিষ মিশিয়ে ডুমুরের পাতায় রেখে ছাগলের মৃত্যু ফাঁদ তৈরী করে রাখে। অবলা প্রাণী ছাগল ক্ষেতে প্রবেশ করার সময় বিষ মিশ্রিত ভুসি খেলে ক্ষেতের আইলে ৫টি ছাগলের করুণ মৃত্যু হয়। আরো ৬টি ছাগল মারাত্মক আহত হয়। এগুলোর মধ্যে ৪ টি ছাগলের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মৃত ছাগল গুলো মোড়ভাঙ্গা গ্রামের মৃত ইয়াকুব মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলমের ২ টি, মোঃ রবিউল হকের ২টি ও করিমের ১ টি বলে জানা গেছে। এই ব্যপারে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।