ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ক্যানালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দু গ্রামের কৃষকদের মধ্যে সংঘর্ষ বাধ সরাতে বাঁধা দেওয়ায় দেশীয় অস্ত্রের কোপে আহত ৬ কৃষক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬
  • / ৪৬৭ বার পড়া হয়েছে

rtft

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ওয়াপদা জিকে-১৫ ক্যানালের পানির বাঁধ সরাতে গেলে কথিত সন্ত্রাস মান্নান ও তার দলবল দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে ভোলারদাড়ি গ্রামের শত শত কৃষককে বাঁধ সরাতে বাধা দেই এবং তাদের উপর হামলা করে। এতে আলী কদর নামের একজন কৃষক মারাক্তক জখমসহ প্রায় ৬ জন কৃষক আহত হয়েছে। আলী কদর বাদে বাকীরা আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরেছে। জানা যায়, গতকাল আলমডাঙ্গা নাগদাহ ইউনিয়নের জিকে-১৫ ক্যানালের আওতায় যে পানি দেওয়া হয় তাতে নাগদাহ ও ভোলারদাড়ি ২টি গ্রামের কয়েক হাজার বিঘা জমি পানিতে চাষ-আবাদ করা হয়। নাগদাহ গ্রামের মান্নান ও ইবাদত ক্যানালের মাঝখানে বাঁধ দিয়ে পানি ফুলিয়ে তাদের জমিতে পানি দিয়ে চাষ করায় বঞ্চিত হচ্ছে ভোলারদাড়ি গ্রামের ৭/৮শ বিঘা জমির কৃষক। তারা গতকাল বিকালের দিকে জিকে ক্যানেলের বাঁধ ভেঙে দিতে আসলে মান্নান, ইবাদত ও তার দলবল দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে ভোলারদাড়ি গ্রামের কৃষকদের উপর ঝাপিয়ে পড়ে। এতে ভোলারদাড়ি গ্রামের ৬জন কৃষক জখম হয়। এদের মধ্যে আলী কদর মারাত্মক জখম হলে তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে। অন্য ৫জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়। গতকাল রাত সাড়ে ৮টায় ভোলারদাড়ি গ্রামের কৃষকরা আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। তাদের সাথে এই প্রতিবেদকের কথা হলে তারা বলে, অতিবিলম্বে বাঁধ কেটে না দিলে কয়েকশত কৃষক তাদের জমি আবাদ করতে পারবে না। এতে শত শত বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে তারা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় ক্যানালে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে দু গ্রামের কৃষকদের মধ্যে সংঘর্ষ বাধ সরাতে বাঁধা দেওয়ায় দেশীয় অস্ত্রের কোপে আহত ৬ কৃষক

আপলোড টাইম : ১১:২২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬

rtft

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা ওয়াপদা জিকে-১৫ ক্যানালের পানির বাঁধ সরাতে গেলে কথিত সন্ত্রাস মান্নান ও তার দলবল দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে ভোলারদাড়ি গ্রামের শত শত কৃষককে বাঁধ সরাতে বাধা দেই এবং তাদের উপর হামলা করে। এতে আলী কদর নামের একজন কৃষক মারাক্তক জখমসহ প্রায় ৬ জন কৃষক আহত হয়েছে। আলী কদর বাদে বাকীরা আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী ফিরেছে। জানা যায়, গতকাল আলমডাঙ্গা নাগদাহ ইউনিয়নের জিকে-১৫ ক্যানালের আওতায় যে পানি দেওয়া হয় তাতে নাগদাহ ও ভোলারদাড়ি ২টি গ্রামের কয়েক হাজার বিঘা জমি পানিতে চাষ-আবাদ করা হয়। নাগদাহ গ্রামের মান্নান ও ইবাদত ক্যানালের মাঝখানে বাঁধ দিয়ে পানি ফুলিয়ে তাদের জমিতে পানি দিয়ে চাষ করায় বঞ্চিত হচ্ছে ভোলারদাড়ি গ্রামের ৭/৮শ বিঘা জমির কৃষক। তারা গতকাল বিকালের দিকে জিকে ক্যানেলের বাঁধ ভেঙে দিতে আসলে মান্নান, ইবাদত ও তার দলবল দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে ভোলারদাড়ি গ্রামের কৃষকদের উপর ঝাপিয়ে পড়ে। এতে ভোলারদাড়ি গ্রামের ৬জন কৃষক জখম হয়। এদের মধ্যে আলী কদর মারাত্মক জখম হলে তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে। অন্য ৫জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়। গতকাল রাত সাড়ে ৮টায় ভোলারদাড়ি গ্রামের কৃষকরা আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন। তাদের সাথে এই প্রতিবেদকের কথা হলে তারা বলে, অতিবিলম্বে বাঁধ কেটে না দিলে কয়েকশত কৃষক তাদের জমি আবাদ করতে পারবে না। এতে শত শত বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে তারা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে।