ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় এক মাদকসেবী ও চার প্রতিষ্ঠানকে জরিমানা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / ১৬৭ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময়, গাঁজা ও সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আকছেদ হোসেনের ছেলে ময়নুল হোসেনকে (৫৩) আটক করে হাঁপানী ক্যাম্পের এসআই মোস্তফা কামাল। বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলিকে অবহিত করলে, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৪২ এর ১ ধারা অনুযায়ী ময়নুল হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে, চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গায় অভিযান চালিয়ে খাসকররা বাজারে মেসার্স সৌরভ ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ২ হাজার টাকা, মেসার্স বিপাসা ট্রেডার্সকে ৪৫ ও ৫১ ধারায় ১ হাজার ৫শ টাকা, মেসার্স সঞ্চিতা ট্রেডার্সকে ৪৫ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ঘোলদাড়ী জাহাপুর মোড়ে মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ ও মূল্যের ট্যাগবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৩৭, ৩৮ ধারায় ৩ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় এক মাদকসেবী ও চার প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড টাইম : ১০:৪৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় পৃথক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময়, গাঁজা ও সেবনের সরঞ্জামসহ হাতেনাতে আকছেদ হোসেনের ছেলে ময়নুল হোসেনকে (৫৩) আটক করে হাঁপানী ক্যাম্পের এসআই মোস্তফা কামাল। বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলিকে অবহিত করলে, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৪২ এর ১ ধারা অনুযায়ী ময়নুল হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করেন।
অপরদিকে, চুয়াডাঙ্গা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গায় অভিযান চালিয়ে খাসকররা বাজারে মেসার্স সৌরভ ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ২ হাজার টাকা, মেসার্স বিপাসা ট্রেডার্সকে ৪৫ ও ৫১ ধারায় ১ হাজার ৫শ টাকা, মেসার্স সঞ্চিতা ট্রেডার্সকে ৪৫ ধারায় ১ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ঘোলদাড়ী জাহাপুর মোড়ে মেসার্স ভাই ভাই ট্রেডার্সকে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ ও মূল্যের ট্যাগবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৩৭, ৩৮ ধারায় ৩ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত ছিলেন জেলা পুলিশের একটি টিম।