ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি : নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
  • / ৩৬৫ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার খাসকররা ইউনিয়নের রায়লক্ষ্মীপুর গ্রামের ইউনুচ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে বাড়ির গেটে তালা না দেয়ায় সহজেই বাড়ির গেট খুলে ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা গৃহকর্তা ইউনুচ আলী, তার স্ত্রী শাপলা খাতুন ও ছেলে শাহিন আলম ঘরে ছিল। ইউনুচ আলী জানান, ঘরে ঢুকেই ডাকাত দল নগদ টাকা খুঁজতে থাকে। তবে ঘরে খুব বেশি টাকা ছিল না। ডাকাতরা আমাকে ও ছেলেকে পিঠ মোড়া দিয়ে বেধে স্ত্রী শাপলার নিকট ২ হাজার টাকা চায়। টাকা দেয়ার পরে তারা আমাদের হত্যা করবে বলে হুমকি দেয় ও বাড়িতে যা আছে দিতে বলে। পরে ডাকাত দল বাড়ি তল্লাশি করে নগদ ৭৯ হাজার টাকা, নতুন জামা-কাপড়, কানের দুলসহ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে। মোটা অংকের টাকা না পেয়ে ছোট ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয় তারা। এ সময় বাধা দিলে ছেলেকে মারধর করে তারা। ছেলের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জানান, সকালে সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি : নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

আপলোড টাইম : ০৮:৩৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮

আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার খাসকররা ইউনিয়নের রায়লক্ষ্মীপুর গ্রামের ইউনুচ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির শিকার পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে বাড়ির গেটে তালা না দেয়ায় সহজেই বাড়ির গেট খুলে ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে থাকা গৃহকর্তা ইউনুচ আলী, তার স্ত্রী শাপলা খাতুন ও ছেলে শাহিন আলম ঘরে ছিল। ইউনুচ আলী জানান, ঘরে ঢুকেই ডাকাত দল নগদ টাকা খুঁজতে থাকে। তবে ঘরে খুব বেশি টাকা ছিল না। ডাকাতরা আমাকে ও ছেলেকে পিঠ মোড়া দিয়ে বেধে স্ত্রী শাপলার নিকট ২ হাজার টাকা চায়। টাকা দেয়ার পরে তারা আমাদের হত্যা করবে বলে হুমকি দেয় ও বাড়িতে যা আছে দিতে বলে। পরে ডাকাত দল বাড়ি তল্লাশি করে নগদ ৭৯ হাজার টাকা, নতুন জামা-কাপড়, কানের দুলসহ স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে। মোটা অংকের টাকা না পেয়ে ছোট ছেলেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেয় তারা। এ সময় বাধা দিলে ছেলেকে মারধর করে তারা। ছেলের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। এ ব্যাপারে আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জানান, সকালে সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।