ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় অভিনব কায়দায় পাখিভ্যান চুরি!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:২৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / ৭৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভাড়া করে এনে অভিনব কায়দায় ইকবাল নামের এক কিশোরের কাছ থেকে পাখিভ্যান ছিনিয়ে নিয়েছে প্রতারক চক্র। গতকাল শনিবার দুপুরে আলমডাঙ্গা বাজার এলাকার হলুদপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোর পাখভ্যান চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার খোরশেদ আলীর ছেলে।
জানা যায়, গতকাল সকালে অজ্ঞাত দুজন ব্যক্তি ৫ শ টাকায় ভালাইপুর থেকে আলমডাঙ্গা যাওয়ার জন্য ইকবালের ভ্যানটি ভাড়া করে। দুপুরে আলমডাঙ্গা বাজার এলাকার হলুদপট্টিতে এসে ওই ভ্যানের দুই যাত্রী ভ্যানচালক ইকবালকে ফুঁসলিয়ে পাশের একটি দোকানে পাঠিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
ভ্যানচালক ইকবাল জানান, ‘হলুদপট্টিতে পৌঁছালে দুই যাত্রী আমাকে পাশের একটি চায়ের দোকানে যেতে বলে এবং ওই ব্যক্তি ১ লাখ টাকা দিবে সেটা নিয়ে আসবে। তাঁদের কথামত আমি দোকানে যায়, কিন্তু কাউকে না পেয়ে ফিরে এসে দেখি আমার ভ্যান নেই, যাত্রীও নেই। এদিকে, ঘটনার পরে পাখিভ্যান চালক ইকবাল আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে পুলিশের নিকট চুরির হয়ে যাওয়া গাড়ির বিবরণ দিয়ে একটি জিডি করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় অভিনব কায়দায় পাখিভ্যান চুরি!

আপলোড টাইম : ০৮:২৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ভাড়া করে এনে অভিনব কায়দায় ইকবাল নামের এক কিশোরের কাছ থেকে পাখিভ্যান ছিনিয়ে নিয়েছে প্রতারক চক্র। গতকাল শনিবার দুপুরে আলমডাঙ্গা বাজার এলাকার হলুদপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোর পাখভ্যান চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার খোরশেদ আলীর ছেলে।
জানা যায়, গতকাল সকালে অজ্ঞাত দুজন ব্যক্তি ৫ শ টাকায় ভালাইপুর থেকে আলমডাঙ্গা যাওয়ার জন্য ইকবালের ভ্যানটি ভাড়া করে। দুপুরে আলমডাঙ্গা বাজার এলাকার হলুদপট্টিতে এসে ওই ভ্যানের দুই যাত্রী ভ্যানচালক ইকবালকে ফুঁসলিয়ে পাশের একটি দোকানে পাঠিয়ে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
ভ্যানচালক ইকবাল জানান, ‘হলুদপট্টিতে পৌঁছালে দুই যাত্রী আমাকে পাশের একটি চায়ের দোকানে যেতে বলে এবং ওই ব্যক্তি ১ লাখ টাকা দিবে সেটা নিয়ে আসবে। তাঁদের কথামত আমি দোকানে যায়, কিন্তু কাউকে না পেয়ে ফিরে এসে দেখি আমার ভ্যান নেই, যাত্রীও নেই। এদিকে, ঘটনার পরে পাখিভ্যান চালক ইকবাল আলমডাঙ্গা থানায় উপস্থিত হয়ে পুলিশের নিকট চুরির হয়ে যাওয়া গাড়ির বিবরণ দিয়ে একটি জিডি করেছেন।