ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় অনলাইনে আইনশৃঙ্খলাবিষয়ক সভা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
  • / ১২৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
করোনা সংকটের কারণে স্বাস্থ্যবিধি মানতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল এ সভায় করোনা প্রতিরোধে সবার করণীয় বিষয়ে আলোচনা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকতার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব হোসেন বলেন, যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আলমডাঙ্গায় করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আপনারা সবাই যদি সচেতন না হন, তাহলে করোনা মোকাবিলা করা সম্ভব নয়। গ্রামের বাজারগুলোতে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এভাবে চলতে থাকলে আলমডাঙ্গা উপজেলাতে দ্রুত করোনার সংক্রমন ছড়িয়ে পড়বে।’ এজন্য তিনি সবাইকে করোনা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পক্ষে বক্তব্য দেন ওসি (তদন্ত)। তিনি বলেন, এলাকার দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। কারণ সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস মুক্ত করতে হবে। আমরা মাদকের সঙ্গে কোনো আপস করব না। উপজেলায় গত মাসে তেমন কোনো ঘটনা ঘটেনি
ভিডিও কনফারেন্সে যোগ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান সমিতির সম্পাদক নুরুল ইসলাম নুরু, অ্যাড. আব্দুল মালেক, আমিরুল ইসলাম মণ্টু, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম রোকন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, পিআইও এনামুল হক, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আব্দুল হালিম মণ্ডল, আবু হোসেন আবু, মোস্তাফিজুর রহমান রুন্নু প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গায় অনলাইনে আইনশৃঙ্খলাবিষয়ক সভা

আপলোড টাইম : ০৮:৫৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০

আলমডাঙ্গা অফিস:
করোনা সংকটের কারণে স্বাস্থ্যবিধি মানতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল এ সভায় করোনা প্রতিরোধে সবার করণীয় বিষয়ে আলোচনা করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকতার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব হোসেন বলেন, যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আলমডাঙ্গায় করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘আপনারা সবাই যদি সচেতন না হন, তাহলে করোনা মোকাবিলা করা সম্ভব নয়। গ্রামের বাজারগুলোতে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। এভাবে চলতে থাকলে আলমডাঙ্গা উপজেলাতে দ্রুত করোনার সংক্রমন ছড়িয়ে পড়বে।’ এজন্য তিনি সবাইকে করোনা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পক্ষে বক্তব্য দেন ওসি (তদন্ত)। তিনি বলেন, এলাকার দুর্নীতি, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। কারণ সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস মুক্ত করতে হবে। আমরা মাদকের সঙ্গে কোনো আপস করব না। উপজেলায় গত মাসে তেমন কোনো ঘটনা ঘটেনি
ভিডিও কনফারেন্সে যোগ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান সমিতির সম্পাদক নুরুল ইসলাম নুরু, অ্যাড. আব্দুল মালেক, আমিরুল ইসলাম মণ্টু, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম রোকন, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, বাড়াদী ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, পিআইও এনামুল হক, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আব্দুল হালিম মণ্ডল, আবু হোসেন আবু, মোস্তাফিজুর রহমান রুন্নু প্রমুখ।