ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গার বকসিপুরে এয়ারগানের গুলিতে শিশু আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩২৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বকসিপুর গ্রামে পাখি মারতে গিয়ে এয়ারগানের গুলি লেগে রাতুল (৫) নামের এক শিশু আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার বকসিপুর গাঙে মাছ পাহারাদার হিসেবে কাজ করেন জগন্নাথপুর গ্রামের পিন্টু। কয়েকদিন আগে তার কাছে থাকা এয়ারগান নিয়ে বকসিপুর গ্রামের কয়েক বালক পাখি মারতে যায়। এ সময় বকসিপুর গ্রামের মকবুলের ছেলে পাখি দেখে গুলি ছুড়লে অসাবধানবশত একই গ্রামের ইউনুস আলীর ছেলে রাতুলের মাথায় গুলি লেগে যায়। মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করে হারদী হাসপাতাল থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। আহত রাতুলের অবস্থা আশংকাজন বলে স্থানীয়রা জানিয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গার বকসিপুরে এয়ারগানের গুলিতে শিশু আহত

আপলোড টাইম : ০৮:৫৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বকসিপুর গ্রামে পাখি মারতে গিয়ে এয়ারগানের গুলি লেগে রাতুল (৫) নামের এক শিশু আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার বকসিপুর গাঙে মাছ পাহারাদার হিসেবে কাজ করেন জগন্নাথপুর গ্রামের পিন্টু। কয়েকদিন আগে তার কাছে থাকা এয়ারগান নিয়ে বকসিপুর গ্রামের কয়েক বালক পাখি মারতে যায়। এ সময় বকসিপুর গ্রামের মকবুলের ছেলে পাখি দেখে গুলি ছুড়লে অসাবধানবশত একই গ্রামের ইউনুস আলীর ছেলে রাতুলের মাথায় গুলি লেগে যায়। মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করে হারদী হাসপাতাল থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় রেফার্ড করেন চিকিৎসক। আহত রাতুলের অবস্থা আশংকাজন বলে স্থানীয়রা জানিয়েছে।