ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গার খাসকররায় কিশোরীসহ চারজনকে কুপিয়ে জখম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার খাসকররায় বসতবাড়িতে ঘর তৈরিকে কেন্দ্র করে এক কিশোরীসহ চারজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খাসকররা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিরা হলেন- সদর উদ্দিনের ছেলে আব্দুল ওদুদ (৪৫), স্ত্রী পারভিনা খাতুন (৪০), মেয়ে বর্ষা খাতুন (১৬) ও মঙ্গল মন্ডলের ছেলে তৌহিদুল (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাসকররা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেলের সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ির জমি নিয়ে ওদুদের বিরোধ চলে আসছে। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। গতকাল মঙ্গলবার রাতে চাচা ওদুদের সাথে সোহেলের ঘর নির্মাণকে কেন্দ্র করে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এসময় সোহেল ও চাচাতো ভাই মোতালেবের ছেলে রাকিব ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওদুদকে রক্তাক্ত জখম করে। ওদুদের চিৎকারে তার স্ত্রী পারভিনা খাতুন ও মেয়ে বর্ষা ঠেকাতে গেলে তাদের ওপরেও হামলা করে। এসময় চাচা তৌহিদুল ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় মামলা দায়ের করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সংবাদ লেখা পর্যন্ত আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গার খাসকররায় কিশোরীসহ চারজনকে কুপিয়ে জখম

আপলোড টাইম : ০৭:২৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলার খাসকররায় বসতবাড়িতে ঘর তৈরিকে কেন্দ্র করে এক কিশোরীসহ চারজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খাসকররা গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিরা হলেন- সদর উদ্দিনের ছেলে আব্দুল ওদুদ (৪৫), স্ত্রী পারভিনা খাতুন (৪০), মেয়ে বর্ষা খাতুন (১৬) ও মঙ্গল মন্ডলের ছেলে তৌহিদুল (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাসকররা গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেলের সাথে দীর্ঘদিন যাবৎ বাড়ির জমি নিয়ে ওদুদের বিরোধ চলে আসছে। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা। গতকাল মঙ্গলবার রাতে চাচা ওদুদের সাথে সোহেলের ঘর নির্মাণকে কেন্দ্র করে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এসময় সোহেল ও চাচাতো ভাই মোতালেবের ছেলে রাকিব ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওদুদকে রক্তাক্ত জখম করে। ওদুদের চিৎকারে তার স্ত্রী পারভিনা খাতুন ও মেয়ে বর্ষা ঠেকাতে গেলে তাদের ওপরেও হামলা করে। এসময় চাচা তৌহিদুল ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় মামলা দায়ের করলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সংবাদ লেখা পর্যন্ত আসামিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল।