ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গার কুলপালায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আসাদুল হক বিশ্বাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৭:২৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • / ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার কুলপালা আল মামুন ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুরের গোভীপুর একাদশ জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কুলপালা ক্রিকেট মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্বাগতিক কুলপালা একাদশ ও মেহেরপুরের গোভীপুর একাদশ। টচে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে কুলপালা। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গোভীপুর একাদশ। খেলা পরিচালনা করেন কিবরিয়া হোসেন ও শাহ আলম।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক রইচ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ^াস। প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দ্বীপ্ত। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুবসমাজকে প্রস্তুত হতে হবে। এ জন্য শিক্ষা-দীক্ষায় ও খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই সুস্থ বিনোদনের পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। সরকার খেলাধুলার মান উন্নয়নে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন করে দিচ্ছে।’
শাহিন রেজা ও শাকিল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারেজ মিয়া, সহসভাপতি ছামছদ্দীন মল্লিক, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুকছাদ মন্ডল, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মল্লিক, ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দীন, ইউপি সদস্য রকিব উদ্দীন, অ্যাড. আব্দুল আলিম, অ্যাড. ইমরান হোসেন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গার কুলপালায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আসাদুল হক বিশ্বাস

আপলোড টাইম : ০৭:২৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার কুলপালা আল মামুন ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুরের গোভীপুর একাদশ জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে কুলপালা ক্রিকেট মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় স্বাগতিক কুলপালা একাদশ ও মেহেরপুরের গোভীপুর একাদশ। টচে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রান করে কুলপালা। জবাবে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গোভীপুর একাদশ। খেলা পরিচালনা করেন কিবরিয়া হোসেন ও শাহ আলম।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক রইচ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ^াস। প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দ্বীপ্ত। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুবসমাজকে প্রস্তুত হতে হবে। এ জন্য শিক্ষা-দীক্ষায় ও খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই সুস্থ বিনোদনের পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। সরকার খেলাধুলার মান উন্নয়নে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম স্থাপন করে দিচ্ছে।’
শাহিন রেজা ও শাকিল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারেজ মিয়া, সহসভাপতি ছামছদ্দীন মল্লিক, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুকছাদ মন্ডল, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মল্লিক, ওয়ার্ড যুবলীগের সভাপতি আলাউদ্দীন, ইউপি সদস্য রকিব উদ্দীন, অ্যাড. আব্দুল আলিম, অ্যাড. ইমরান হোসেন প্রমুখ।