ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ইউনিয়নগুলোতে নির্বাচন : সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৫৯০ জনসহ

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৪:০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • / ৭ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার ১৩টি ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৬৩ জন, সাধারণ সদস্য পদে ৪৪৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪২ জনের মনোয়নপত্র জমা পড়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। ভাংবাড়িয়া ইউনিয়ন: মো. নাহিদ হাসনাত (আ.লীগ মনোনীত), চেয়ারম্যান পদে মো. সানোয়ার হোসেন লাড্ডু (স্বতন্ত্র), মো. দেলোয়ার হোসেন (স্বতন্ত্র), মো. মনিরুদ্দিন (স্বতন্ত্র), মো. সোহানুর রহমান (স্বতন্ত্র), মো. বিল্লাল হোসেন ঠান্ডু (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কাউছার আহম্মদ বাবলু (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন।  কুমারি ইউনিয়ন: আবু সাইদ (আ.লীগ মনোনীত), চেয়ারম্যান পদে মো. সেলিম রেজা (স্বতন্ত্র), মো. বিল্লাল হুসাইন (স্বতন্ত্র), মো. মোজাম্মেল হক (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ২৯ জন ও সংরক্ষিত সদস্য ১০ জন।  হারদী ইউনিয়ন: মো. নুরুল ইসলাম (আ.লীগ মনোনীত), মো. সাহাহান আলী (স্বতন্ত্র), মো. আমিনুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আসিকুজ্জামান ওল্টু (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৩জন, সংরক্ষিত সদস্য পদে ১১জন।

গাংনী ইউনিয়ন: মুন্সি মোহা. এমদাদুল হক (আ.লীগ মনোনীত), সহিদুল ইসলাম মামুন (স্বতন্ত্র), মো. নাজিম উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. বজলুর রহমান (স্বতন্ত্র), মো. আবু তাহের (স্বতন্ত্র), মো. ইফতেখার রাসুল (স্বতন্ত্র), মো. আজাহারুল ইসলাম (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৪জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন।  বাড়াদী ইউনিয়ন: মো. আশাবুল হক (আ.লীগ মনোনীত), মো. উজ্জল হোসেন (স্বতন্ত্র), মো. তবারক হোসেন (স্বতন্ত্র), মাসুদ পারভেজ (স্বতন্ত্র), মো. আশিকুর রহমান (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৪জন, সংরক্ষিত সদস্য পদে ১১জন। জেহালা ইউনিয়ন: মো. হাসানুজ্জামান (আ.লীগ মনোনীত), মো. মশিউর রহমান (স্বতন্ত্র), মো. সিলন আলী (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৯জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন।  খাদিমপুর ইউনিয়ন: মো. মোজাহিদুর রহমান জোয়ার্দার (আ.লীগ মনোনীত), মো. মিজানুর রহমান বিশ্বাস (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. সাইদুর রহমান (স্বতন্ত্র), মো. আব্দুল হালিম (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৩জন, সংরক্ষিত সদস্য পদে ৯জন।

চিৎলা ইউনিয়ন: খোন্দকার আব্দুল বাতেন (আ.লীগ মনোনীত), মো. ইমদাদুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. উজির আলী (স্বতন্ত্র), মো. আ. ছালাম বিল্পব (স্বতন্ত্র), মো. হাসানুজ্জামান সরোয়ার (স্বতন্ত্র), রবিউল ইসলাম (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৬জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন।  কালিদাশপুর ইউনিয়ন: মো. জয়নাল আবেদীন (আ.লীগ মনোনীত), মো. আহসান উল্লাহ (স্বতন্ত্র), আব্দুল্লাহ আল হোসাইন (স্বতন্ত্র), মো. আশাদুল হক (স্বতন্ত্র), শেখ আশাদুল হক (স্বতন্ত্র), মো. এরশাদ আলী (স্বতন্ত্র), এ,কে,এম রাসেল পারভেজ। সাধারণ সদস্য ৩৮জন, সংরক্ষিত সদস্য পদে ১৩জন।

বেলাগাছি ইউনিয়ন: শ্রী সমীর কুমার দে (আ.লীগ মনোনীত), মো. গোলাম সরোয়ার (স্বতন্ত্র), মো. মাহমুদুল হাসান (স্বতন্ত্র), মো. আমিরুল ইসলাম (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৫জন, সংরক্ষিত সদস্য পদে ৯জন।
খাসকররা ইউনিয়ন: মো. মোস্তাফিজুর রহমান (আ.লীগ মনোনীত), তফসির আহমেদ (স্বতন্ত্র), আব্বাস উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। সাধারণ সদস্য ৩২জন, সংরক্ষিত সদস্য পদে ৯ জন।
জামজামি ইউনিয়ন: মো. নজরুল ইসলাম (আ.লীগ মনোনীত), মো. জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন।
উল্লেখ্য, বাছাই আগামী ৪ নভেম্বর। প্রত্যাহার ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর। ভোট গ্রহন ২৮ নভেম্বর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গার ইউনিয়নগুলোতে নির্বাচন : সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য পদে ৫৯০ জনসহ

আপলোড টাইম : ০৪:০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১

আলমডাঙ্গার ১৩টি ইউনিয়ন নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৬৩ জন, সাধারণ সদস্য পদে ৪৪৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৪২ জনের মনোয়নপত্র জমা পড়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। ভাংবাড়িয়া ইউনিয়ন: মো. নাহিদ হাসনাত (আ.লীগ মনোনীত), চেয়ারম্যান পদে মো. সানোয়ার হোসেন লাড্ডু (স্বতন্ত্র), মো. দেলোয়ার হোসেন (স্বতন্ত্র), মো. মনিরুদ্দিন (স্বতন্ত্র), মো. সোহানুর রহমান (স্বতন্ত্র), মো. বিল্লাল হোসেন ঠান্ডু (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কাউছার আহম্মদ বাবলু (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৪২ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১২ জন।  কুমারি ইউনিয়ন: আবু সাইদ (আ.লীগ মনোনীত), চেয়ারম্যান পদে মো. সেলিম রেজা (স্বতন্ত্র), মো. বিল্লাল হুসাইন (স্বতন্ত্র), মো. মোজাম্মেল হক (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ২৯ জন ও সংরক্ষিত সদস্য ১০ জন।  হারদী ইউনিয়ন: মো. নুরুল ইসলাম (আ.লীগ মনোনীত), মো. সাহাহান আলী (স্বতন্ত্র), মো. আমিনুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আসিকুজ্জামান ওল্টু (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৩জন, সংরক্ষিত সদস্য পদে ১১জন।

গাংনী ইউনিয়ন: মুন্সি মোহা. এমদাদুল হক (আ.লীগ মনোনীত), সহিদুল ইসলাম মামুন (স্বতন্ত্র), মো. নাজিম উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. বজলুর রহমান (স্বতন্ত্র), মো. আবু তাহের (স্বতন্ত্র), মো. ইফতেখার রাসুল (স্বতন্ত্র), মো. আজাহারুল ইসলাম (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৪জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন।  বাড়াদী ইউনিয়ন: মো. আশাবুল হক (আ.লীগ মনোনীত), মো. উজ্জল হোসেন (স্বতন্ত্র), মো. তবারক হোসেন (স্বতন্ত্র), মাসুদ পারভেজ (স্বতন্ত্র), মো. আশিকুর রহমান (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৪জন, সংরক্ষিত সদস্য পদে ১১জন। জেহালা ইউনিয়ন: মো. হাসানুজ্জামান (আ.লীগ মনোনীত), মো. মশিউর রহমান (স্বতন্ত্র), মো. সিলন আলী (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৯জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন।  খাদিমপুর ইউনিয়ন: মো. মোজাহিদুর রহমান জোয়ার্দার (আ.লীগ মনোনীত), মো. মিজানুর রহমান বিশ্বাস (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. সাইদুর রহমান (স্বতন্ত্র), মো. আব্দুল হালিম (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৩জন, সংরক্ষিত সদস্য পদে ৯জন।

চিৎলা ইউনিয়ন: খোন্দকার আব্দুল বাতেন (আ.লীগ মনোনীত), মো. ইমদাদুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. উজির আলী (স্বতন্ত্র), মো. আ. ছালাম বিল্পব (স্বতন্ত্র), মো. হাসানুজ্জামান সরোয়ার (স্বতন্ত্র), রবিউল ইসলাম (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৬জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন।  কালিদাশপুর ইউনিয়ন: মো. জয়নাল আবেদীন (আ.লীগ মনোনীত), মো. আহসান উল্লাহ (স্বতন্ত্র), আব্দুল্লাহ আল হোসাইন (স্বতন্ত্র), মো. আশাদুল হক (স্বতন্ত্র), শেখ আশাদুল হক (স্বতন্ত্র), মো. এরশাদ আলী (স্বতন্ত্র), এ,কে,এম রাসেল পারভেজ। সাধারণ সদস্য ৩৮জন, সংরক্ষিত সদস্য পদে ১৩জন।

বেলাগাছি ইউনিয়ন: শ্রী সমীর কুমার দে (আ.লীগ মনোনীত), মো. গোলাম সরোয়ার (স্বতন্ত্র), মো. মাহমুদুল হাসান (স্বতন্ত্র), মো. আমিরুল ইসলাম (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৫জন, সংরক্ষিত সদস্য পদে ৯জন।
খাসকররা ইউনিয়ন: মো. মোস্তাফিজুর রহমান (আ.লীগ মনোনীত), তফসির আহমেদ (স্বতন্ত্র), আব্বাস উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। সাধারণ সদস্য ৩২জন, সংরক্ষিত সদস্য পদে ৯ জন।
জামজামি ইউনিয়ন: মো. নজরুল ইসলাম (আ.লীগ মনোনীত), মো. জয়নাল আবেদীন চৌধুরী (স্বতন্ত্র)। সাধারণ সদস্য ৩৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন।
উল্লেখ্য, বাছাই আগামী ৪ নভেম্বর। প্রত্যাহার ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর। ভোট গ্রহন ২৮ নভেম্বর।