ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গার অনুপনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
  • / ১৮৫ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের অনুপনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এ রাস্তা দখলের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রাম থেকে সাহেবপুর গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা রয়েছে। ইতিমধ্যে রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু গত কয়েক দিন ধরে আলমডাঙ্গার অনুপনগর গ্রামের কফিল উদ্দীনের ছেলে সাইফুল, হাসিবুল ও নবীছদ্দিনের ছেলে মইফুল যাতায়াতের রাস্তা দখল করে পান বোরজ ও বেড়া নির্মাণ করেছেন। এ কারণে এলাকাবাসীসহ পাশ্ববর্তী এলাকার জনগণের যাতায়াত ও গাড়ি চলাচলে ব্যাপক অসুবিধার সম্মূখীন হতে হচ্ছে। স্থানীয় লোকজন বাধা দিতে গেলে তাঁদের বিভিন্ন হুমকির সম্মূখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
অনুপনগর গ্রামের জমির, সানোয়ার ও রহমান বলেন, সরকারি রাস্তা দখল করে তিন ভাই পান বোরজ ও বেড়া নির্মাণ করেছেন। এ কারণে সাধারণ লোকজনের যাতায়াতসহ মাঠের ফসল উত্তোলনে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ঘটনায় সাইফুল বলেন, ‘আমার জমির অর্ধেকের বেশি রাস্তার মধ্যে পড়েছে। আমার যতটুকু দেওয়ার দরকার, ঠিক ততটুকু জমিই রাস্তার জন্য দেব। আমার জমি, আমি পানবরজ ও বেড়া দিলে কার কী যাই আসে।’
এ ব্যাপারে আসমানখালী ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টা কী, ঘটনাস্থলে গেলে তা নিশ্চিত করতে পারব।
আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন বলেন, রাস্তা দখল করে পানবরজ ও বেড়া নির্মাণ করে জনগণের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। যদি কেউ রাস্তা দখল করে জনসাধারণে ভোগান্তিতে ফেলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আলমডাঙ্গার অনুপনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগ

আপলোড টাইম : ১০:৩৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯

ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের অনুপনগরে সরকারি রাস্তা দখলের অভিযোগ উঠেছে। এ রাস্তা দখলের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের অনুপনগর গ্রাম থেকে সাহেবপুর গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা রয়েছে। ইতিমধ্যে রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু গত কয়েক দিন ধরে আলমডাঙ্গার অনুপনগর গ্রামের কফিল উদ্দীনের ছেলে সাইফুল, হাসিবুল ও নবীছদ্দিনের ছেলে মইফুল যাতায়াতের রাস্তা দখল করে পান বোরজ ও বেড়া নির্মাণ করেছেন। এ কারণে এলাকাবাসীসহ পাশ্ববর্তী এলাকার জনগণের যাতায়াত ও গাড়ি চলাচলে ব্যাপক অসুবিধার সম্মূখীন হতে হচ্ছে। স্থানীয় লোকজন বাধা দিতে গেলে তাঁদের বিভিন্ন হুমকির সম্মূখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
অনুপনগর গ্রামের জমির, সানোয়ার ও রহমান বলেন, সরকারি রাস্তা দখল করে তিন ভাই পান বোরজ ও বেড়া নির্মাণ করেছেন। এ কারণে সাধারণ লোকজনের যাতায়াতসহ মাঠের ফসল উত্তোলনে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ঘটনায় সাইফুল বলেন, ‘আমার জমির অর্ধেকের বেশি রাস্তার মধ্যে পড়েছে। আমার যতটুকু দেওয়ার দরকার, ঠিক ততটুকু জমিই রাস্তার জন্য দেব। আমার জমি, আমি পানবরজ ও বেড়া দিলে কার কী যাই আসে।’
এ ব্যাপারে আসমানখালী ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা মিজানুর রহমান জানান, ‘আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে বিষয়টা কী, ঘটনাস্থলে গেলে তা নিশ্চিত করতে পারব।
আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন বলেন, রাস্তা দখল করে পানবরজ ও বেড়া নির্মাণ করে জনগণের ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। যদি কেউ রাস্তা দখল করে জনসাধারণে ভোগান্তিতে ফেলে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।