ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আর্থসামাজিক উন্নয়নের রোল মডেল স্যার আবেদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০
  • / ২০২ বার পড়া হয়েছে

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মরণ সভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চেম্বার ভবনের তৃতীয় তলায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ম্যানেজার শফিউল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও ওয়েভ ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুস সালাম। জেলা ব্র্যাকের সমন্বয়কারী ফারুক আহমেদের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন ব্র্যাক মূল্যবোধ পুরস্কার জয়ী শিউলি আক্তার।
বিশ্বব্যাপী কত মানুষকে কত নিখুঁতভাবে তাঁর সেবামূলক কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন, সে বিষয়ে উল্লেখ করে স্মরণ সভায় উপস্থিত বক্তারা স্যার আবেদকে নিয়ে তাঁদের ব্যক্তিগত স্মৃতিচারণা করেন। বক্তারা বলেন, ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশের ছিন্নমূল মানুষের সহায়তা প্রদানে স্যার ফজলে হাসান আবেদ গড়ে তোলেন বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক)। দেশ ও দেশের বাইরে যাঁরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। সামাজিক উন্নয়ন, হতদরিদ্র মানুষের উন্নয়নে তথা মানুষের আর্থসামাজিক উন্নয়নের কাজের রোলমডেল হিসেবে তিনি আজ বিশ্বব্যাপী পরিচিত। দারিদ্র্য বিমোচন ও দরিদ্র মানুষের ক্ষমতায়ন, জরুরি ত্রাণ সহায়তা, লিঙ্গসমতা, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, মানবাধিকারসহ বিবিধ ইস্যু নিয়ে কাজ করা স্যার আবেদের এই প্রতিষ্ঠান আজ বিশ্বের বৃহত্তম এনজিও হিসেবে গড়ে উঠেছে, যার আওতাভুক্ত পৃথিবীর প্রায় ১৩ কোটিরও অধিক মানুষ। তাঁর মৃত্যুতে বিশ্বের মানুষ এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।
স্মরণসভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্যার আবেদের জীবনীনির্ভর একটি ভিডিও ক্লিপ দেখানো হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আর্থসামাজিক উন্নয়নের রোল মডেল স্যার আবেদ

আপলোড টাইম : ১১:০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মরণ সভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চেম্বার ভবনের তৃতীয় তলায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স ম্যানেজার শফিউল ইসলামের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে দেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার ও ওয়েভ ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুস সালাম। জেলা ব্র্যাকের সমন্বয়কারী ফারুক আহমেদের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন ব্র্যাক মূল্যবোধ পুরস্কার জয়ী শিউলি আক্তার।
বিশ্বব্যাপী কত মানুষকে কত নিখুঁতভাবে তাঁর সেবামূলক কাজের মাধ্যমে তিনি মানুষের হৃদয় ছুঁয়ে গেছেন, সে বিষয়ে উল্লেখ করে স্মরণ সভায় উপস্থিত বক্তারা স্যার আবেদকে নিয়ে তাঁদের ব্যক্তিগত স্মৃতিচারণা করেন। বক্তারা বলেন, ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশের ছিন্নমূল মানুষের সহায়তা প্রদানে স্যার ফজলে হাসান আবেদ গড়ে তোলেন বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি (ব্র্যাক)। দেশ ও দেশের বাইরে যাঁরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, তিনি তাঁদের মধ্যে অন্যতম। সামাজিক উন্নয়ন, হতদরিদ্র মানুষের উন্নয়নে তথা মানুষের আর্থসামাজিক উন্নয়নের কাজের রোলমডেল হিসেবে তিনি আজ বিশ্বব্যাপী পরিচিত। দারিদ্র্য বিমোচন ও দরিদ্র মানুষের ক্ষমতায়ন, জরুরি ত্রাণ সহায়তা, লিঙ্গসমতা, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, মানবাধিকারসহ বিবিধ ইস্যু নিয়ে কাজ করা স্যার আবেদের এই প্রতিষ্ঠান আজ বিশ্বের বৃহত্তম এনজিও হিসেবে গড়ে উঠেছে, যার আওতাভুক্ত পৃথিবীর প্রায় ১৩ কোটিরও অধিক মানুষ। তাঁর মৃত্যুতে বিশ্বের মানুষ এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল।
স্মরণসভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্যার আবেদের জীবনীনির্ভর একটি ভিডিও ক্লিপ দেখানো হয়।