ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আরও তিন মাদকসেবীর মাদক ছাড়ার শপথ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০
  • / ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট তিন মাদকসেবী মাদক ছাড়ার শপথ গ্রহণ করেছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আসে পুলিশ সুপারের কাছে শপথ গ্রহণ করেন তাঁরা। শপথ গ্রহণ করা এ তিন মাদকসেবী হলেন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার মুন্সিপুড় গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে গোলাম রসুল (৪০), একই উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে কাশেম (৬৫) ও মৃত আব্দুল জালালের ছেলে শফিকুল ইসলাম (৩২)।
জানা গেছে, গতকাল চুয়াডাঙ্গার পুলিশ সুপারে কার্যালয়ে এসে পুলিশ সুপার জাহিদুল ইসলামের সঙ্গে দেখা করতে চান ওই তিন মাদকসেবী গোলাম রসুল, কাশেম ও শফিকুল ইসলাম। এরপর পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাঁরা আর কোনো দিন মাদক সেবন ও মাদক ব্যবসা করবেন না বলে শপথ গ্রহণ করেন। শফিকুল ইসলামের নামে চুয়াডাঙ্গা দামুড়হুদা থানার এফআইআর নম্বর-২৪, তারিখ-১৬.৪.২০১২, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি-এর ১ (বি) ধারায় একটি মামলা রয়েছে এবং গোলাম রসুলের নামে দামুড়হুদা মডেল থানায় ধারা-৩২৩/৩২৬/৩৪১/৫০৬ পেনাল কোডে একটি মামলা রয়েছে, মামলা নম্বর-৫৪, তারিখ-২৬.৮.২০১৮।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘গত তিন দিনে ৬ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। আমরা তাঁদের স্বভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করব। মাদক ব্যবসায়ীদের শুধু গ্রেপ্তার বা সাজা নিশ্চিত করতে চাই না আমরা। ক্ষেত্রবিশেষে প্রেক্ষাপট বিবেচনায় তাঁদের স্বাভাবিক পারিবারিক জীবনে প্রবেশে সহযোগিতা এবং তাঁদের জন্য পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ জেলা সীমান্তবর্তী হওয়ায় বিপুলসংখ্যক জনগোষ্ঠী পারিবারিকভাবেই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। অনেকেই এই কর্মের মাধ্যমে অর্থবিত্ত, বৈভব ও নতুন দালান কোঠার মালিক হয়েছে। তবে মাদক ব্যবসা করে শেষমেশ কেউই আইনের হাত থেকে বাঁচতে পারে না। কাজেই এই সুযোগে যেকোনো ব্যক্তি বা পরিবার আত্মসমর্পণের সুযোগ নিতে পারে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আরও তিন মাদকসেবীর মাদক ছাড়ার শপথ

আপলোড টাইম : ১০:৪৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নিকট তিন মাদকসেবী মাদক ছাড়ার শপথ গ্রহণ করেছেন। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে আসে পুলিশ সুপারের কাছে শপথ গ্রহণ করেন তাঁরা। শপথ গ্রহণ করা এ তিন মাদকসেবী হলেন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার মুন্সিপুড় গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে গোলাম রসুল (৪০), একই উপজেলার মুক্তারপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে কাশেম (৬৫) ও মৃত আব্দুল জালালের ছেলে শফিকুল ইসলাম (৩২)।
জানা গেছে, গতকাল চুয়াডাঙ্গার পুলিশ সুপারে কার্যালয়ে এসে পুলিশ সুপার জাহিদুল ইসলামের সঙ্গে দেখা করতে চান ওই তিন মাদকসেবী গোলাম রসুল, কাশেম ও শফিকুল ইসলাম। এরপর পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাঁরা আর কোনো দিন মাদক সেবন ও মাদক ব্যবসা করবেন না বলে শপথ গ্রহণ করেন। শফিকুল ইসলামের নামে চুয়াডাঙ্গা দামুড়হুদা থানার এফআইআর নম্বর-২৪, তারিখ-১৬.৪.২০১২, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি-এর ১ (বি) ধারায় একটি মামলা রয়েছে এবং গোলাম রসুলের নামে দামুড়হুদা মডেল থানায় ধারা-৩২৩/৩২৬/৩৪১/৫০৬ পেনাল কোডে একটি মামলা রয়েছে, মামলা নম্বর-৫৪, তারিখ-২৬.৮.২০১৮।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘গত তিন দিনে ৬ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। আমরা তাঁদের স্বভাবিক জীবনে ফিরে যেতে সাহায্য করব। মাদক ব্যবসায়ীদের শুধু গ্রেপ্তার বা সাজা নিশ্চিত করতে চাই না আমরা। ক্ষেত্রবিশেষে প্রেক্ষাপট বিবেচনায় তাঁদের স্বাভাবিক পারিবারিক জীবনে প্রবেশে সহযোগিতা এবং তাঁদের জন্য পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ জেলা সীমান্তবর্তী হওয়ায় বিপুলসংখ্যক জনগোষ্ঠী পারিবারিকভাবেই মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। অনেকেই এই কর্মের মাধ্যমে অর্থবিত্ত, বৈভব ও নতুন দালান কোঠার মালিক হয়েছে। তবে মাদক ব্যবসা করে শেষমেশ কেউই আইনের হাত থেকে বাঁচতে পারে না। কাজেই এই সুযোগে যেকোনো ব্যক্তি বা পরিবার আত্মসমর্পণের সুযোগ নিতে পারে।’