ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আমি চাই প্রত্যেকটি কাজ যেন টেকসইমূলক হয়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • / ১০৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ব্যাপক উন্নয়ন করছেন। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গাতেও ইতোমধ্যে আমার পরিষদের মাধ্যমে ৯১ কোটি টাকার টেন্ডার হয়েছে। তার মধ্যে বেশ কিছু কাজ শেষ হয়েছে এবং কিছু কাজ চলমান। আরও নতুন কাজ আসছে। যেগুলো অচিরেই টেন্ডার হবে।’ তিনি আরও বলেন, ‘আপনাদের এই ভিমরুল্লায় অনেক জলাবদ্ধতা ছিল। অনেক সমস্যা ছিল। অল্প পানিতেই ডুবে যেত। অনেকের বাড়ির পানি পর্যন্ত বেড়োনোর জায়গা নেই। সেই পানিতেও রাস্তা ভিজে থাকত। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, এই রাস্তার জলাবদ্ধতা নিরসনের। এই রাস্তায় নতুন ড্রেন করা হয়েছে। পানি এখন আর জমে থাকে না। রাস্তাগুলোর অনেক দুর্দশা ছিল। সেগুলোও এখন নতুন হচ্ছে। এর মধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে। যেগুলো আপনাদের কাছে দৃশ্যমান হয়েছে। যেগুলো আপনারা দেখতে পারছেন। আমি চাই প্রত্যেকটি কাজ যেন টেকসইমূলক কাজ হয়। আমরা তো কাজের মান বুঝে নিবই। আপনাদেরও বুঝে নিতে হবে।’
গতকাল সোমবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ভিমরুল্লাহ স্কুলপাড়ায় আরসিসি রাস্তা নির্মাণের ঢালাই কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াশিম, সাধারণ সম্পাদক মামুন, স্বেচ্ছাসেবক লীগের নেতা লুৎফর, ইমরান, স্বপন, আকাশ, জেলা কৃষক লীগের সদস্য মাসুম, ভুলন, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা শাওন, জিতু, রাব্বি প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আমি চাই প্রত্যেকটি কাজ যেন টেকসইমূলক হয়

আপলোড টাইম : ০৯:৩০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০

চুয়াডাঙ্গায় আরসিসি রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশে ব্যাপক উন্নয়ন করছেন। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গাতেও ইতোমধ্যে আমার পরিষদের মাধ্যমে ৯১ কোটি টাকার টেন্ডার হয়েছে। তার মধ্যে বেশ কিছু কাজ শেষ হয়েছে এবং কিছু কাজ চলমান। আরও নতুন কাজ আসছে। যেগুলো অচিরেই টেন্ডার হবে।’ তিনি আরও বলেন, ‘আপনাদের এই ভিমরুল্লায় অনেক জলাবদ্ধতা ছিল। অনেক সমস্যা ছিল। অল্প পানিতেই ডুবে যেত। অনেকের বাড়ির পানি পর্যন্ত বেড়োনোর জায়গা নেই। সেই পানিতেও রাস্তা ভিজে থাকত। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, এই রাস্তার জলাবদ্ধতা নিরসনের। এই রাস্তায় নতুন ড্রেন করা হয়েছে। পানি এখন আর জমে থাকে না। রাস্তাগুলোর অনেক দুর্দশা ছিল। সেগুলোও এখন নতুন হচ্ছে। এর মধ্যে অনেক কাজ সম্পন্ন হয়েছে। যেগুলো আপনাদের কাছে দৃশ্যমান হয়েছে। যেগুলো আপনারা দেখতে পারছেন। আমি চাই প্রত্যেকটি কাজ যেন টেকসইমূলক কাজ হয়। আমরা তো কাজের মান বুঝে নিবই। আপনাদেরও বুঝে নিতে হবে।’
গতকাল সোমবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ভিমরুল্লাহ স্কুলপাড়ায় আরসিসি রাস্তা নির্মাণের ঢালাই কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াশিম, সাধারণ সম্পাদক মামুন, স্বেচ্ছাসেবক লীগের নেতা লুৎফর, ইমরান, স্বপন, আকাশ, জেলা কৃষক লীগের সদস্য মাসুম, ভুলন, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা শাওন, জিতু, রাব্বি প্রমুখ।