ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আমিষের চাহিদা মেটাতে মাছের বিকল্প নেই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • / ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় মাছের পোনা অবমুক্তকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম
সমীকরণ প্রতিবেদন:
‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে চুয়াডাঙ্গায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার সকালে পুলিশ পার্ক সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের মৎস্য খাত সমৃদ্ধশালী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার আদর্শে সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। যার ফলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমিষের চাহিাদা মেটাতে মাছের বিকল্প নেই। তাই আমাদের মাছ চাষ বৃদ্ধি করতে হবে। বিশেষ করে পুকুর ও জলাশয়গুলোতে বর্ষাকালে মাছ চাষের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। এটা আমাদের কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আমিষের চাহিদা মেটাতে মাছের বিকল্প নেই

আপলোড টাইম : ০৮:৪৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

চুয়াডাঙ্গায় মাছের পোনা অবমুক্তকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম
সমীকরণ প্রতিবেদন:
‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে চুয়াডাঙ্গায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার সকালে পুলিশ পার্ক সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের মৎস্য খাত সমৃদ্ধশালী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার আদর্শে সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন। যার ফলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমিষের চাহিাদা মেটাতে মাছের বিকল্প নেই। তাই আমাদের মাছ চাষ বৃদ্ধি করতে হবে। বিশেষ করে পুকুর ও জলাশয়গুলোতে বর্ষাকালে মাছ চাষের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। এটা আমাদের কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহিম হামিদসহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।