ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে -ডিসি নজরুল ইসলাম

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০
  • / ১৬৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম’ শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা এখন আগের থেকে অনেক বেশি জানি-বুঝি, কিন্তু মানতে চাই না। এই যে, করোনাভাইরাসের শুরু থেকেই আমরা সচেতনতা কার্যক্রম করছি। কিন্তু আমাদের অনেকেই তা মানছি না। আজকের এই কর্মশালা নেতৃস্থানীয়দের নিয়ে। আসলে নেতৃস্থানীয়দের নিয়ে এই কর্মশালা করার প্রধান উদ্দেশ্যে হচ্ছে, নেতৃস্থানীয়দের কথা মানুষ শোনে। তাঁদের মাধ্যমে সকলে পরিপূর্ণভাবে জানতে পারে। আপনারা কর্মশালায় প্রশিক্ষণ নিয়ে সাধারণ মানুষকে জানাবেন-বোঝাবেন। আজ এই রুমে পাশাপাশি অনেক নারী একসাথে প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু মাত্র কয়েক বছর আগেও এমন ছিল না। সময় বদলাচ্ছে। আমাদেরও সময়ের সাথে তাল-মিলিয়ে এগিয়ে যেতে হবে। গতকাল বুধবার ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে প্রান্তিকে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে ৪০ জন নেতৃস্থানীয় ব্যক্তি দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরও বলেন, শ্রীলংকায় বেশ কিছু বছর আগে বিভিন্ন রকম সমস্যা ছিল। তারা সকল সমস্যাকে অনুসন্ধান করে একটি তালিকা তৈরি করল। সেই তালিকার সর্বপ্রথমে তারা শিক্ষাকে রাখল। এখন কিন্তু শ্রীলংকা শতভাগ শিক্ষিত। সেই সময় যখন তাঁদের শিক্ষার হার বাড়তে থাকল, তখন দেখা গেলো, নিচের সকল সমস্যা আস্তে আস্তে এমনিতেই ঝরে যেতে থাকল। অর্থাৎ শিক্ষিত হওয়ার সাথে সমস্যাগুলোও উত্তোরণ করা সম্ভব।
তিনি আরাও বলেন, আমাদের দেশে দিন দিন মেয়েরা এগিয়ে যাচ্ছে। এখন বিভিন্ন পরীক্ষার ফলাফলে দেখা যায়, ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার ‘কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী’ চরণ দুটির উদাহরণ দিয়ে বলেন, পুরুষের জয়ের পিছনেও নারীর দেওয়া অনুপ্রেরণা আছে। বাংলাদেশে স্কুলে যায় না, এমন সংখ্যা থাকবে না। ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা প্রতিনিয়তই কমছে। করোনাকালীন সময়েও আমি চেষ্টা করেছি, যাতে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা লেখাপড়ার মধ্যে থাকে। প্রত্যেককে নীতি-নৈতিকতা শিখতে হবে। নান্দনিকতায় ছেলে-মেয়েদের বড় করতে হবে। ঘরেই বাচ্চারা প্রথম শিক্ষা পাই। তাই সেখান থেকেই তাঁদের মানুষের মতো মানুষ তৈরি করতে হবে।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রত্যেক নাগরিককে একজন সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, উন্নত দেশগুলো এমনিতেই উন্নত হয়নি, সেখানের নাগরিকেরা তাঁদের সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলেন তাই হয়েছে। সভ্যতার বিকাশ হতে সময় লাগে। তাঁদেরও উন্নত হতে সময় লেগেছে। আর আমরা তো মাত্র ৪৯ বছর হলো নিজেদের হয়ে, নিজেদের জন্য কাজ করছি। এর আগে তো আমাদেরকে বাইরের মানুষ শাসন করেছে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করছে। সুনাগরিক হিসেবে আমাদের সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
ওরিয়েন্টেশন কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. এনামুল করীম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন। দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন নেতৃস্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে -ডিসি নজরুল ইসলাম

আপলোড টাইম : ০৯:১৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০

চুয়াডাঙ্গায় ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম’ শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমরা এখন আগের থেকে অনেক বেশি জানি-বুঝি, কিন্তু মানতে চাই না। এই যে, করোনাভাইরাসের শুরু থেকেই আমরা সচেতনতা কার্যক্রম করছি। কিন্তু আমাদের অনেকেই তা মানছি না। আজকের এই কর্মশালা নেতৃস্থানীয়দের নিয়ে। আসলে নেতৃস্থানীয়দের নিয়ে এই কর্মশালা করার প্রধান উদ্দেশ্যে হচ্ছে, নেতৃস্থানীয়দের কথা মানুষ শোনে। তাঁদের মাধ্যমে সকলে পরিপূর্ণভাবে জানতে পারে। আপনারা কর্মশালায় প্রশিক্ষণ নিয়ে সাধারণ মানুষকে জানাবেন-বোঝাবেন। আজ এই রুমে পাশাপাশি অনেক নারী একসাথে প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু মাত্র কয়েক বছর আগেও এমন ছিল না। সময় বদলাচ্ছে। আমাদেরও সময়ের সাথে তাল-মিলিয়ে এগিয়ে যেতে হবে। গতকাল বুধবার ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জিওবি খাতের অধীনে প্রান্তিকে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের উদ্যোগে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে ৪০ জন নেতৃস্থানীয় ব্যক্তি দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরও বলেন, শ্রীলংকায় বেশ কিছু বছর আগে বিভিন্ন রকম সমস্যা ছিল। তারা সকল সমস্যাকে অনুসন্ধান করে একটি তালিকা তৈরি করল। সেই তালিকার সর্বপ্রথমে তারা শিক্ষাকে রাখল। এখন কিন্তু শ্রীলংকা শতভাগ শিক্ষিত। সেই সময় যখন তাঁদের শিক্ষার হার বাড়তে থাকল, তখন দেখা গেলো, নিচের সকল সমস্যা আস্তে আস্তে এমনিতেই ঝরে যেতে থাকল। অর্থাৎ শিক্ষিত হওয়ার সাথে সমস্যাগুলোও উত্তোরণ করা সম্ভব।
তিনি আরাও বলেন, আমাদের দেশে দিন দিন মেয়েরা এগিয়ে যাচ্ছে। এখন বিভিন্ন পরীক্ষার ফলাফলে দেখা যায়, ছেলেদের থেকে মেয়েরা অনেক এগিয়ে। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী কবিতার ‘কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী’ চরণ দুটির উদাহরণ দিয়ে বলেন, পুরুষের জয়ের পিছনেও নারীর দেওয়া অনুপ্রেরণা আছে। বাংলাদেশে স্কুলে যায় না, এমন সংখ্যা থাকবে না। ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা প্রতিনিয়তই কমছে। করোনাকালীন সময়েও আমি চেষ্টা করেছি, যাতে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা লেখাপড়ার মধ্যে থাকে। প্রত্যেককে নীতি-নৈতিকতা শিখতে হবে। নান্দনিকতায় ছেলে-মেয়েদের বড় করতে হবে। ঘরেই বাচ্চারা প্রথম শিক্ষা পাই। তাই সেখান থেকেই তাঁদের মানুষের মতো মানুষ তৈরি করতে হবে।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রত্যেক নাগরিককে একজন সুনাগরিকের দায়িত্ব ও কর্তব্য মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, উন্নত দেশগুলো এমনিতেই উন্নত হয়নি, সেখানের নাগরিকেরা তাঁদের সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলেন তাই হয়েছে। সভ্যতার বিকাশ হতে সময় লাগে। তাঁদেরও উন্নত হতে সময় লেগেছে। আর আমরা তো মাত্র ৪৯ বছর হলো নিজেদের হয়ে, নিজেদের জন্য কাজ করছি। এর আগে তো আমাদেরকে বাইরের মানুষ শাসন করেছে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করছে। সুনাগরিক হিসেবে আমাদের সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
ওরিয়েন্টেশন কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. এনামুল করীম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা তথ্য অফিসের ঘোষক ফারুক হোসেন। দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন নেতৃস্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।