ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আমঝুপিতে সরকারি জমি থেকে বসত বাড়ি উচ্ছেদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭
  • / ৩৩১ বার পড়া হয়েছে

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরে আমঝুপিতে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল আমঝুপি শেখপাড়ায় শরিফুল ইসলাম ও আমির হোসেন বসত বাড়ি আমঝুপিতে ইউনিয়ন পরিষদের জমিতে থাকায় তাদের দুটো বাড়ীর আংশিক ভেঙ্গে ফেলা হয়। একই অপরাধে তাদের ১৯৭০/৫ অ ৭ ধারায় ২০০ টাকা অনাদায়ে ১০ দিন জেল ও জরিমানা প্রদান করা হয়। অবশ্য জেল মওকুফ করা হয়। গত মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী ভূমি সদর সামিউল হক এ অভিযান পরিচালনা করেন। এসময় আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, বারাদি পুলিশ ক্যাম্প ইনচার্য এসআই বাবলু মিয়া, ইউনিয়ন সরকারী ভূমি কমূকর্তা নওজস আলী উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আমঝুপিতে সরকারি জমি থেকে বসত বাড়ি উচ্ছেদ

আপলোড টাইম : ০১:১৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরে আমঝুপিতে সরকারি জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল আমঝুপি শেখপাড়ায় শরিফুল ইসলাম ও আমির হোসেন বসত বাড়ি আমঝুপিতে ইউনিয়ন পরিষদের জমিতে থাকায় তাদের দুটো বাড়ীর আংশিক ভেঙ্গে ফেলা হয়। একই অপরাধে তাদের ১৯৭০/৫ অ ৭ ধারায় ২০০ টাকা অনাদায়ে ১০ দিন জেল ও জরিমানা প্রদান করা হয়। অবশ্য জেল মওকুফ করা হয়। গত মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী ভূমি সদর সামিউল হক এ অভিযান পরিচালনা করেন। এসময় আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, বারাদি পুলিশ ক্যাম্প ইনচার্য এসআই বাবলু মিয়া, ইউনিয়ন সরকারী ভূমি কমূকর্তা নওজস আলী উপস্থিত ছিলেন।