ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আবারো ভোটারবিহীন ভোট কারচুপি কেন্দ্র দখল জালভোট আর রাতেই বাক্স ভরার অভিযোগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
  • / ২৮৭ বার পড়া হয়েছে

সমীকরণ প্রতিবেদন:
অনিয়ম, কারচুপি, ভোট বর্জন, বিচ্ছিন্ন কিছু সহিংসতা এবং সর্বোপরি ভোটারদের অনাগ্রহের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট। অনেক কেন্দ্রে প্রথম কয়েক ঘণ্টায় ভোটারদের উপস্থিতি ছিল না বললেই চলে। বেলা বাড়ার সাথে সাথে কোনো কোনো জায়গায় ভোটারের সংখ্যা কিছুটা বাড়তে দেখা যায়। ১১৬টি উপজেলায় গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। সব আয়োজন ঠিকঠাকই ছিল। কিন্তু ভোটকেন্দ্রগুলোতে ছিল না ভোটার। অনেক কেন্দ্রে সকাল থেকে বিকেল গড়ালেও মেলেনি ভোটার উপস্থিতি। তাই কর্মস্থলে অনেকটা অসল সময় কাটালেন ভোটগ্রহণের দ্বায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। অধিকাংশ ভোটকেন্দ্রে কর্মকর্তারা নিজেদের মধ্যে গল্প-গুজব করেই সময় পার করেছেন।
মৌলভীবাজার পৌর শহরের কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত দু’টি বুথে একটি ভোটও পড়েনি। বিষয়টি নিশ্চিত করেছেন ওই দু’টি বুথের সহকারী প্রিজাইডিংয়ের দায়িত্বে থাকা শোকেষ চৌধুরী ও শর্মিলা সিংহা। জালভোট ও কারচুপির অভিযোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি, নানিয়ারচর ও কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ছয় চেয়ারম্যান ও চার ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করেছেন। অন্য দিকে কেন্দ্রে যেতে বাধা ও রাতে ব্যালটবাক্স ভর্তির অভিযোগে নির্বাচন স্থগিত করার আবেদন জানিয়ে রাঙ্গামাটির রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন জনসংহতি সমিতির নেতা পঞ্চানন চাকমা, যানচিনা চাকমা, ইউপিডিএফ সমর্থিত রূপম চাকমা ও কেনারঞ্জন চাকমা। নানিয়ারচরের চেয়ারম্যান প্রার্থী রূপম দেওয়ান অভিযোগ করেন, রাতেই বেশির ভাগ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়ে গেছে। চট্টগ্রামের ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো: আবু তৈয়বের ওপর হামলার অভিযোগ করেছেন তার সমর্থকেরা। দুপুর ১২টার দিকে ফটিকছড়ির উত্তর রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ হামলায় নাছির ও আলাউদ্দিন নামে তৈয়ুবের দুই সমর্থক আহত হয়েছেন বলে তারা জানান।
এ দিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল চেষ্টার অভিযোগ ওঠে আওয়ামী লীগ প্রার্থী মো: আবুল কাশেম সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে সেই চেষ্টা ভ-ুল করে। অন্য দিকে জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থীর দুই এজেন্টকে অপহরণের অভিযোগ ওঠে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (প্রসিত গ্রুফ) বিরুদ্ধে। অবশ্য পরে তাদের ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে। সিলেটে জৈন্তাপুরের হেমু হাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জালভোট দেয়ার সময় ছয়জনকে আটক করে পুলিশ। দুপুর ১২টার দিকে জৈন্তাপুর হেমু হাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা সুব্রত দেবনাথ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আবারো ভোটারবিহীন ভোট কারচুপি কেন্দ্র দখল জালভোট আর রাতেই বাক্স ভরার অভিযোগ

আপলোড টাইম : ১১:২১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯

সমীকরণ প্রতিবেদন:
অনিয়ম, কারচুপি, ভোট বর্জন, বিচ্ছিন্ন কিছু সহিংসতা এবং সর্বোপরি ভোটারদের অনাগ্রহের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট। অনেক কেন্দ্রে প্রথম কয়েক ঘণ্টায় ভোটারদের উপস্থিতি ছিল না বললেই চলে। বেলা বাড়ার সাথে সাথে কোনো কোনো জায়গায় ভোটারের সংখ্যা কিছুটা বাড়তে দেখা যায়। ১১৬টি উপজেলায় গতকাল সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। সব আয়োজন ঠিকঠাকই ছিল। কিন্তু ভোটকেন্দ্রগুলোতে ছিল না ভোটার। অনেক কেন্দ্রে সকাল থেকে বিকেল গড়ালেও মেলেনি ভোটার উপস্থিতি। তাই কর্মস্থলে অনেকটা অসল সময় কাটালেন ভোটগ্রহণের দ্বায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। অধিকাংশ ভোটকেন্দ্রে কর্মকর্তারা নিজেদের মধ্যে গল্প-গুজব করেই সময় পার করেছেন।
মৌলভীবাজার পৌর শহরের কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত দু’টি বুথে একটি ভোটও পড়েনি। বিষয়টি নিশ্চিত করেছেন ওই দু’টি বুথের সহকারী প্রিজাইডিংয়ের দায়িত্বে থাকা শোকেষ চৌধুরী ও শর্মিলা সিংহা। জালভোট ও কারচুপির অভিযোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি, নানিয়ারচর ও কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ছয় চেয়ারম্যান ও চার ভাইস চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করেছেন। অন্য দিকে কেন্দ্রে যেতে বাধা ও রাতে ব্যালটবাক্স ভর্তির অভিযোগে নির্বাচন স্থগিত করার আবেদন জানিয়ে রাঙ্গামাটির রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন জনসংহতি সমিতির নেতা পঞ্চানন চাকমা, যানচিনা চাকমা, ইউপিডিএফ সমর্থিত রূপম চাকমা ও কেনারঞ্জন চাকমা। নানিয়ারচরের চেয়ারম্যান প্রার্থী রূপম দেওয়ান অভিযোগ করেন, রাতেই বেশির ভাগ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়ে গেছে। চট্টগ্রামের ফটিকছড়িতে চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো: আবু তৈয়বের ওপর হামলার অভিযোগ করেছেন তার সমর্থকেরা। দুপুর ১২টার দিকে ফটিকছড়ির উত্তর রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ হামলায় নাছির ও আলাউদ্দিন নামে তৈয়ুবের দুই সমর্থক আহত হয়েছেন বলে তারা জানান।
এ দিকে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল চেষ্টার অভিযোগ ওঠে আওয়ামী লীগ প্রার্থী মো: আবুল কাশেম সমর্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে সেই চেষ্টা ভ-ুল করে। অন্য দিকে জেলার লক্ষ্মীছড়ি উপজেলার একটি কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থীর দুই এজেন্টকে অপহরণের অভিযোগ ওঠে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (প্রসিত গ্রুফ) বিরুদ্ধে। অবশ্য পরে তাদের ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে। সিলেটে জৈন্তাপুরের হেমু হাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জালভোট দেয়ার সময় ছয়জনকে আটক করে পুলিশ। দুপুর ১২টার দিকে জৈন্তাপুর হেমু হাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে জানান প্রিজাইডিং কর্মকর্তা সুব্রত দেবনাথ।