ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আপনারা আর পুলিশের হয়রানির শিকার হবেন না

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯
  • / ২৭২ বার পড়া হয়েছে

কোটচাঁদপুরে ওপেন হাউজ ডে’তে পুলিশ সুপার হাসানুজ্জান পিপিএম
প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ):
‘আপনারা আর পুলিশের দ্বারা হয়রানির শিকার হবেন না। যদি কোন পুলিশ হয়রানি করেন, আর তা যদি প্রমাণিত হয়। তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
গতকাল বৃহস্পতিবার কোটচাঁদপুর মডেল থানা আয়োজিত ওপেন হাউজ ডে’তে এসব কথা বলেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মীর্জা সালাহ্উদ্দিন। দিনটি পালনে দুপুরের পর থেকে থানা চত্বরে জড়ো হতে থাকে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সুধীজন ও সাংবাদিকবৃন্দরা। কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন। উন্মুক্ত করে দেন আলোচনা। অভিযোগ উঠতে থাকে পুলিশের বিরুদ্ধে। অনেকে প্রশংসাও করেন পুলিশের কার্যক্রম নিয়ে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শরিফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক ও শাহাজান আলী, বলুহর ইউনিয়িনের চেয়ারম্যান আব্দুল মতিন, দোড়ার কাবিল উদ্দিন বিশ্বাস প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, মাদক ও সন্ত্রাসে আমরা জিরো টলারেন্স নীতিতে চলছি। তিনি পুলিশ সদস্যদের হুশিয়ার করে বলেন, যদি কোন পুলিশ সদস্য মাদকের সাথে থাকেন বা সম্পৃক্ততা পাওয়া যায়। তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি সবার প্রশ্নের উত্তর দেন। সাথে সাথে ব্যবস্থা নেয়ার কথাও জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আপনারা আর পুলিশের হয়রানির শিকার হবেন না

আপলোড টাইম : ১০:১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯

কোটচাঁদপুরে ওপেন হাউজ ডে’তে পুলিশ সুপার হাসানুজ্জান পিপিএম
প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ):
‘আপনারা আর পুলিশের দ্বারা হয়রানির শিকার হবেন না। যদি কোন পুলিশ হয়রানি করেন, আর তা যদি প্রমাণিত হয়। তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
গতকাল বৃহস্পতিবার কোটচাঁদপুর মডেল থানা আয়োজিত ওপেন হাউজ ডে’তে এসব কথা বলেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম। কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মীর্জা সালাহ্উদ্দিন। দিনটি পালনে দুপুরের পর থেকে থানা চত্বরে জড়ো হতে থাকে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সুধীজন ও সাংবাদিকবৃন্দরা। কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরপর স্বাগত বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন। উন্মুক্ত করে দেন আলোচনা। অভিযোগ উঠতে থাকে পুলিশের বিরুদ্ধে। অনেকে প্রশংসাও করেন পুলিশের কার্যক্রম নিয়ে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শরিফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক ও শাহাজান আলী, বলুহর ইউনিয়িনের চেয়ারম্যান আব্দুল মতিন, দোড়ার কাবিল উদ্দিন বিশ্বাস প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, মাদক ও সন্ত্রাসে আমরা জিরো টলারেন্স নীতিতে চলছি। তিনি পুলিশ সদস্যদের হুশিয়ার করে বলেন, যদি কোন পুলিশ সদস্য মাদকের সাথে থাকেন বা সম্পৃক্ততা পাওয়া যায়। তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি সবার প্রশ্নের উত্তর দেন। সাথে সাথে ব্যবস্থা নেয়ার কথাও জানান।