ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আন্দুলবাড়ীয়ায় পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • / ১৭৯ বার পড়া হয়েছে

আন্দুলবাড়ীয়া প্রতিনিধি:
দিনদুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া টু পাঁকা সড়কের অনন্তপুর দাসপাড়া নামকস্থানে একদল দুর্বৃত্ত পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই প্রতারকচক্র এক নারীর সঙ্গে এ প্রতারণার চেষ্টা করে। জানা যায়, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের আবু জারের স্ত্রী ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের দলিল লেখক আব্দুস শুকুর বিশ্বাসের কন্যা (৩০) স্বামীর বাড়ী থেকে বের হয়ে বাবার যাওয়া উদ্দেশে বেল হন এবং আন্দুলবাড়ীয়া বাজার থেকে একটি পাখিভ্যানযোগে বাবার বাড়ীর রওনা দেন। পথিমধ্যে ওই পাখিভ্যানে দুজন অপরিচিত যুবক ওঠে। এর কিছুক্ষণ পর অনন্তপুর দাসপাড়া নামকস্থানে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে পাখিভ্যানটির গতিরোধ করে এবং নিজের পুরিশের লোক পরিচয় দিয়ে ভ্যানের ওই নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালায়। এসময় ওই অপরিচিত যুবকেরা ভ্যানিটি ব্যাগে তেমন কিছু না পেয়ে ব্যাগটি রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে প্রতারকেরা সটকে পড়ে। এ ঘটনার পরপরই ওই নারী এ বিষয়টি শাহাপুর পুলিশ ফাঁড়িকে জানায়। পরে অপরাধীদের ধরতে শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মাঈনুল ইসলাম মঈন ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জোর অভিযানও অব্যাহত রেখেছেন। এ ঘটনার পর সাধারণ পথচারীদের মধ্যে ছিনতাই আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আন্দুলবাড়ীয়ায় পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা!

আপলোড টাইম : ১০:৫৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০

আন্দুলবাড়ীয়া প্রতিনিধি:
দিনদুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া টু পাঁকা সড়কের অনন্তপুর দাসপাড়া নামকস্থানে একদল দুর্বৃত্ত পুলিশ পরিচয়ে প্রতারণার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এই প্রতারকচক্র এক নারীর সঙ্গে এ প্রতারণার চেষ্টা করে। জানা যায়, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের আবু জারের স্ত্রী ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা গ্রামের দলিল লেখক আব্দুস শুকুর বিশ্বাসের কন্যা (৩০) স্বামীর বাড়ী থেকে বের হয়ে বাবার যাওয়া উদ্দেশে বেল হন এবং আন্দুলবাড়ীয়া বাজার থেকে একটি পাখিভ্যানযোগে বাবার বাড়ীর রওনা দেন। পথিমধ্যে ওই পাখিভ্যানে দুজন অপরিচিত যুবক ওঠে। এর কিছুক্ষণ পর অনন্তপুর দাসপাড়া নামকস্থানে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে পাখিভ্যানটির গতিরোধ করে এবং নিজের পুরিশের লোক পরিচয় দিয়ে ভ্যানের ওই নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগে তল্লাশি চালায়। এসময় ওই অপরিচিত যুবকেরা ভ্যানিটি ব্যাগে তেমন কিছু না পেয়ে ব্যাগটি রাস্তায় ছুড়ে ফেলে দিয়ে প্রতারকেরা সটকে পড়ে। এ ঘটনার পরপরই ওই নারী এ বিষয়টি শাহাপুর পুলিশ ফাঁড়িকে জানায়। পরে অপরাধীদের ধরতে শাহাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মাঈনুল ইসলাম মঈন ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জোর অভিযানও অব্যাহত রেখেছেন। এ ঘটনার পর সাধারণ পথচারীদের মধ্যে ছিনতাই আতঙ্ক বিরাজ করছে।