ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন চায় সুইজারল্যান্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮
  • / ২৮৩ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশের পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সুইজারল্যান্ডের সফররত প্রেসিডেন্ট আঁলা বেরসে। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুইস প্রেসিডেন্ট এ আহ্বান জানান।
আঁলা বেরসে বলেন, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ড কাজ করবে। তিনি মিয়ানমার থেকে আসা এসব রোহিঙ্গাকে স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রাণপণ চেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মহানুভবতার পরিচয় দিয়েছে, তা নজিরবিহীন। এ জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসা ও সম্মান পেয়েছে।
আঁলা বেরসে একটি বিশেষ বিমানযোগে ঢাকা থেকে গতকাল বেলা ১১ টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) স্থাপিত রোহিঙ্গা ইউনিট পরিদর্শন করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাব্যবস্থার খোঁজখবর নেন। পরে রোহিঙ্গাদের জন্য ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন চায় সুইজারল্যান্ড

আপলোড টাইম : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০১৮

সমীকরণ ডেস্ক: মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশের পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সুইজারল্যান্ডের সফররত প্রেসিডেন্ট আঁলা বেরসে। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুইস প্রেসিডেন্ট এ আহ্বান জানান।
আঁলা বেরসে বলেন, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ড কাজ করবে। তিনি মিয়ানমার থেকে আসা এসব রোহিঙ্গাকে স্বাগত জানানো এবং আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রাণপণ চেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মহানুভবতার পরিচয় দিয়েছে, তা নজিরবিহীন। এ জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে প্রশংসা ও সম্মান পেয়েছে।
আঁলা বেরসে একটি বিশেষ বিমানযোগে ঢাকা থেকে গতকাল বেলা ১১ টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি কক্সবাজার সদর হাসপাতালে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) স্থাপিত রোহিঙ্গা ইউনিট পরিদর্শন করেন। তিনি সেখানে চিকিৎসাধীন রোহিঙ্গা রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাব্যবস্থার খোঁজখবর নেন। পরে রোহিঙ্গাদের জন্য ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন।