ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আদালতে সালমানের মৃত্যুর পুনঃতদন্তের প্রতিবেদন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
  • / ৪৭২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: আদালতে চিত্রনায়ক সালমান শাহ’র অপমৃত্যুর মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম দেব্রবত বিশ্বাসের আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক সিরাজুল ইসলাম। প্রতিবেদনে তিনি জানিয়েছেন, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর বিষয়ে তার মাসহ ১০ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ এবং তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও আদালতকে জানানো হয়। এর আগে গত ২৫ সেপ্টেম্বর সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় করা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পিবিআই প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে আদালত ২০ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে ২০১৬ সালের ৭ ডিসেম্বর পিবিআইকে পুনঃতদন্তের জন্য নির্দেশ দেন আদালত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আদালতে সালমানের মৃত্যুর পুনঃতদন্তের প্রতিবেদন

আপলোড টাইম : ১১:২৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭

বিনোদন ডেস্ক: আদালতে চিত্রনায়ক সালমান শাহ’র অপমৃত্যুর মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম দেব্রবত বিশ্বাসের আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক সিরাজুল ইসলাম। প্রতিবেদনে তিনি জানিয়েছেন, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর বিষয়ে তার মাসহ ১০ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ এবং তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও আদালতকে জানানো হয়। এর আগে গত ২৫ সেপ্টেম্বর সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় করা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পিবিআই প্রতিবেদন দাখিলে ব্যর্থ হলে আদালত ২০ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে ২০১৬ সালের ৭ ডিসেম্বর পিবিআইকে পুনঃতদন্তের জন্য নির্দেশ দেন আদালত।