ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আজ শহীদ নুর হোসেন দিবস : আ.লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • / ২৯১ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: শহীদ নুর হোসেন দিবস আজ। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৮৭ সালের এই দিনে এরশাদ সরকার বিরোধী গণ-আন্দোলনে ঢাকা জিরো পয়েন্টের কাছে পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন। ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শ্লোগান বুকে-পিঠে লিখে মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। এদিন শহীদ হন যুবলীগের আরেক নেতা নূরুল হুদা ও কিশোরগঞ্জের খেতমজুর নেতা আমিনুল হুদা। দিনটি স্মরণে গতকাল বৃহস্পতিবার সকালে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে তার পরিবারের সদস্য, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ। সকালে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি বলেন, নুর হোসেনের আত্মত্যাগের পথ অনুসরণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের নিয়ে নুর হোসেনের প্রতি ¤্রদ্ধা জানানোর পর, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, যে স্বপ্ন নিয়ে নুর হোসেনসহ দেশের মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তা বাস্তবায়ন হয়নি। এখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা দখল করে রেখেছে।
এদিকে, নূর হোসেন দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বলেছেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি। তাঁর আত্মাহুতির ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বাংলাদেশের মাটিতে নূর হোসেনের মতো সাহসী মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এ দেশের গণতন্ত্র বিপন্ন হবে না। প্রেসিডেন্ট আবদুল হামিদ গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী শহীদ নূর হোসেনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজ শহীদ নুর হোসেন দিবস : আ.লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

আপলোড টাইম : ১০:৩৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭

সমীকরণ ডেস্ক: শহীদ নুর হোসেন দিবস আজ। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৮৭ সালের এই দিনে এরশাদ সরকার বিরোধী গণ-আন্দোলনে ঢাকা জিরো পয়েন্টের কাছে পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন। ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শ্লোগান বুকে-পিঠে লিখে মিছিলে অংশ নিয়েছিলেন তিনি। এদিন শহীদ হন যুবলীগের আরেক নেতা নূরুল হুদা ও কিশোরগঞ্জের খেতমজুর নেতা আমিনুল হুদা। দিনটি স্মরণে গতকাল বৃহস্পতিবার সকালে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে তার পরিবারের সদস্য, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ। সকালে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি বলেন, নুর হোসেনের আত্মত্যাগের পথ অনুসরণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। বিএনপি নেতাকর্মীদের নিয়ে নুর হোসেনের প্রতি ¤্রদ্ধা জানানোর পর, দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, যে স্বপ্ন নিয়ে নুর হোসেনসহ দেশের মানুষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তা বাস্তবায়ন হয়নি। এখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা দখল করে রেখেছে।
এদিকে, নূর হোসেন দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বলেছেন, শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যায়নি। তাঁর আত্মাহুতির ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছিল। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বাংলাদেশের মাটিতে নূর হোসেনের মতো সাহসী মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন এ দেশের গণতন্ত্র বিপন্ন হবে না। প্রেসিডেন্ট আবদুল হামিদ গণতন্ত্রের জন্য আত্মোৎসর্গকারী শহীদ নূর হোসেনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।