ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আজ রাতেই শেষ হচ্ছে প্রচার-প্রচারণা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • / ২৩৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপি ইউপি নির্বাচনের দুদিন বাকী
আফজালুল হক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউপি নির্বাচনের আর মাত্র দুদিন বাকী। তার মানে আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে আজ রোববার দিবাগত রাত একটা থেকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। তার আগে, শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা তাদের ভোট প্রার্থনা করছেন। শেষ মুহূর্তে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নবগঠিত গড়াইটুপিতে।
এদিকে, নির্বাচন বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার কাজ বন্ধ করতে হবে। ভোটগ্রহণ শুরু ২০ অক্টোবর সকাল ৯টায়। এক্ষেত্রে প্রচার বন্ধ করতে হবে ১৮ অক্টোবর দিবাগত রাত একটায়। পুরো গড়াইটুপিকে নিরাপত্তার চাদরে ঢাকতে আগামীকাল সোমবার থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হবে নিরাপত্তা চৌকি। ভোটারদের নিরাপত্তা আর ভোটদান নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ৩ স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য নির্বাচনের মাঠে কাজ করবেন। নির্বাচনী অপরাধ দমন ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার জন্য মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।
জেলা রিটার্নিং কমকর্তা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, রোববার দিবাগত রাত একটার পর থেকে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান ও সব ধরনের ইঞ্জিনচালিত গাড়ি নির্বাচনী এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামছেন পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা টহল দেবেন। পাশাপাশি থাকবেন অতিরিক্ত জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় থাকবে ৫ জন করে পুলিশ। থাকবে আনসার ও ভিডিপির সদস্যরা।’
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা তারিখ হাসান জানিয়েছেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। একদিন আগে ভোটগ্রহণের সরঞ্জামাদি প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে।’
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে দামুড়হুদার দুটি ইউপি নির্বাচনে পুলিশ প্রশাসনের নিরাপত্তার বিষয়টি লক্ষ্য করেছেন। এরই পরিপ্রেক্ষিতে নবগঠিত গড়াইটুপি ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপক্ষে করতে নেওয়া হচ্ছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, রোবোকপ বাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা নির্বাচনের মাঠে কাজ করবেন।’
এদিকে, গড়াইটুপি ইউপি নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদে পাঁচজন ও সংরক্ষিত সদস্য পদে সাত জন ও সাধারণ সদস্য পদে আটত্রিশ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২৯১ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৫৪ জন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজ রাতেই শেষ হচ্ছে প্রচার-প্রচারণা

আপলোড টাইম : ১০:১৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০

চুয়াডাঙ্গার নবগঠিত গড়াইটুপি ইউপি নির্বাচনের দুদিন বাকী
আফজালুল হক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউপি নির্বাচনের আর মাত্র দুদিন বাকী। তার মানে আগামী ২০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে আজ রোববার দিবাগত রাত একটা থেকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার-প্রচারণা। তার আগে, শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা তাদের ভোট প্রার্থনা করছেন। শেষ মুহূর্তে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নবগঠিত গড়াইটুপিতে।
এদিকে, নির্বাচন বিধিমালা অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে প্রচার কাজ বন্ধ করতে হবে। ভোটগ্রহণ শুরু ২০ অক্টোবর সকাল ৯টায়। এক্ষেত্রে প্রচার বন্ধ করতে হবে ১৮ অক্টোবর দিবাগত রাত একটায়। পুরো গড়াইটুপিকে নিরাপত্তার চাদরে ঢাকতে আগামীকাল সোমবার থেকেই গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হবে নিরাপত্তা চৌকি। ভোটারদের নিরাপত্তা আর ভোটদান নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে ৩ স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য নির্বাচনের মাঠে কাজ করবেন। নির্বাচনী অপরাধ দমন ও সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার জন্য মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।
জেলা রিটার্নিং কমকর্তা বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, রোববার দিবাগত রাত একটার পর থেকে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান ও সব ধরনের ইঞ্জিনচালিত গাড়ি নির্বাচনী এলাকায় নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠে নামছেন পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা টহল দেবেন। পাশাপাশি থাকবেন অতিরিক্ত জুডিসিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। প্রতিটি ভোটকেন্দ্র পাহারায় থাকবে ৫ জন করে পুলিশ। থাকবে আনসার ও ভিডিপির সদস্যরা।’
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা তারিখ হাসান জানিয়েছেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। একদিন আগে ভোটগ্রহণের সরঞ্জামাদি প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে।’
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে দামুড়হুদার দুটি ইউপি নির্বাচনে পুলিশ প্রশাসনের নিরাপত্তার বিষয়টি লক্ষ্য করেছেন। এরই পরিপ্রেক্ষিতে নবগঠিত গড়াইটুপি ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপক্ষে করতে নেওয়া হচ্ছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, রোবোকপ বাহিনী, বিজিবি, র‌্যাব ও আনসার সদস্যরা নির্বাচনের মাঠে কাজ করবেন।’
এদিকে, গড়াইটুপি ইউপি নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদে পাঁচজন ও সংরক্ষিত সদস্য পদে সাত জন ও সাধারণ সদস্য পদে আটত্রিশ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২৯১ জন এবং মহিলা ভোটার ৮ হাজার ৪৫৪ জন।