ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আজ ভোটার তালিকা প্রকাশ : ৯ মার্চ ভোটগ্রহণ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯
  • / ২৭১ বার পড়া হয়েছে

কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন কমিটির প্রথম সভায় তফশীল ঘোষণা
ওয়াসিম রয়েল: দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের গত ২৬ ফেব্রুয়ারির দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবনা পর্বে সকল প্রস্তাবে নেতারা একমত পোষণ করলেও নির্বাচনে ভোটগ্রহনের স্থান নিয়ে বাধে বিরোধ। ওই সভায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির নাম প্রকাশ করা হয়। ওই সময় নির্বাচন পরিচালনা কমিটিতে অত্র চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোহাম্মদ মোশারফ হোসেনকে চেয়ারম্যান, ফিদা হাসান বাদশাহ্কে সচিব, আবদুল ফাত্তাহ, আকরাম হোসেন শিকদার ও জহির উদ্দিনকে সদস্য মনোনীত করা হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অফিস কার্যালয়ে উক্ত নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় নের্তৃবৃন্দের মধ্যে ভোট গ্রহনের স্থান সম্পর্কিত মতবিরোধের অবসান ঘটিয়ে পূর্বের স্থান (কেরু উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন) নির্ধারণ করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোশারফ হোসেন নির্বাচনী তফশীল ঘোষণা করেন।
গৃহীত কার্যক্রম ও সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী তফশীলে আজ সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ২ মার্চ সন্ধ্যা ৭টার মধ্যে ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্তি বিষয়ে আপত্তির শেষ সময় দেওয়া হয়েছে। ৩ মার্চ সকাল ১০টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ৪ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মনোনয়নপত্রের ফরম সরবরাহ ও একই দিনে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল। একই তারিখে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই ও প্রতীক নির্ধারণ। একই তারিখে রাত ৮টার মধ্যে প্রার্থী পদ প্রত্যাহারের শেষ সময় দেওয়া হয়েছে। ৫ মার্চ বেলা ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ৯ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পূর্বের স্থান (কেরু উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন করতে প্রার্থীদের মধ্যে আচরন বিধি প্রকাশ করা হয়েছে। এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, সহসাধারণ সম্পাদকসহ ৭টি ওয়ার্ডে ৯ জন সদস্য মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজ ভোটার তালিকা প্রকাশ : ৯ মার্চ ভোটগ্রহণ

আপলোড টাইম : ০৯:৫১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯

কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচন কমিটির প্রথম সভায় তফশীল ঘোষণা
ওয়াসিম রয়েল: দর্শনা কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের গত ২৬ ফেব্রুয়ারির দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবনা পর্বে সকল প্রস্তাবে নেতারা একমত পোষণ করলেও নির্বাচনে ভোটগ্রহনের স্থান নিয়ে বাধে বিরোধ। ওই সভায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির নাম প্রকাশ করা হয়। ওই সময় নির্বাচন পরিচালনা কমিটিতে অত্র চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোহাম্মদ মোশারফ হোসেনকে চেয়ারম্যান, ফিদা হাসান বাদশাহ্কে সচিব, আবদুল ফাত্তাহ, আকরাম হোসেন শিকদার ও জহির উদ্দিনকে সদস্য মনোনীত করা হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অফিস কার্যালয়ে উক্ত নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় নের্তৃবৃন্দের মধ্যে ভোট গ্রহনের স্থান সম্পর্কিত মতবিরোধের অবসান ঘটিয়ে পূর্বের স্থান (কেরু উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবন) নির্ধারণ করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোশারফ হোসেন নির্বাচনী তফশীল ঘোষণা করেন।
গৃহীত কার্যক্রম ও সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনী তফশীলে আজ সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। আগামী ২ মার্চ সন্ধ্যা ৭টার মধ্যে ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্তি বিষয়ে আপত্তির শেষ সময় দেওয়া হয়েছে। ৩ মার্চ সকাল ১০টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ৪ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মনোনয়নপত্রের ফরম সরবরাহ ও একই দিনে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল। একই তারিখে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়ন পত্র বাছাই ও প্রতীক নির্ধারণ। একই তারিখে রাত ৮টার মধ্যে প্রার্থী পদ প্রত্যাহারের শেষ সময় দেওয়া হয়েছে। ৫ মার্চ বেলা ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ৯ মার্চ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পূর্বের স্থান (কেরু উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আরও জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন করতে প্রার্থীদের মধ্যে আচরন বিধি প্রকাশ করা হয়েছে। এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, সহসাধারণ সম্পাদকসহ ৭টি ওয়ার্ডে ৯ জন সদস্য মোট ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।