ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আজ থেকে শুরু হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯
  • / ১৯৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:
আজ শনিবার থেকে সারা দেশব্যাপী শুরু হচ্ছে অষ্টম শ্রেণির সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) সমমানের পরীক্ষা। বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষার প্রথম দিনের আনুষ্ঠানিকতা। চুয়াডাঙ্গায় এ বছরেও ২৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২২ হাজার ২০২ জন পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। বিশেষ করে প্রশ্নফাঁস রোধ, পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ও নকলমুক্তকরণের বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরীক্ষা প্রসঙ্গে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘সুষ্ঠু পরিবেশে যেন প্রতিটি পরীক্ষা সম্পন্ন হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীর আবশ্যিকভাবে হলে প্রবেশ ও আসন গ্রহণ নিশ্চিত করতে হবে এবং ওই সময়ের পরে কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কিংবা পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে মোবাইল ফোনসহ কাউকে পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম অনুযায়ী, পরীক্ষার সময় কেবল কেন্দ্র সচিব সাধারণ (স্মার্টফোন নয়) একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারেন, যা দিয়ে ছবি তোলা যায় না, ইন্টারনেট ব্যবহারের কোনো সুযোগ নেই। তবে ওই ফোনটিও কেন্দ্র সচিবের কক্ষে রেখে ব্যবহার করতে হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী মোবাইল ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বহন করতে পারবে না। প্রশ্নপত্র খোলার সময় প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ ও অবস্থান সংরক্ষিত করতে হবে। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ এমন হওয়া উচিত যেখানে ম্যাজিষ্ট্রেট ও পুলিশ প্রয়োজন হবে না।’
প্রবেশপত্র, কলম ও জ্যামিতি বক্স ব্যতীত কোনো কিছু নিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, নকলরোধে পরীক্ষার্থী ও কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শকরা মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি ও ক্যালকুলেটর পরীক্ষা কেন্দ্রে নিতে পারবে না। পরীক্ষা শুরুর পূর্বে প্রত্যেক শিক্ষার্থীদের শরীর তল্লাশী করে কেন্দ্রে প্রবেশ করানো হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন জেলা প্রশাসক।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজ থেকে শুরু হচ্ছে জেএসসি-জেডিসি পরীক্ষা

আপলোড টাইম : ১০:১৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০১৯

বিশেষ প্রতিবেদক:
আজ শনিবার থেকে সারা দেশব্যাপী শুরু হচ্ছে অষ্টম শ্রেণির সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) সমমানের পরীক্ষা। বাংলা প্রথমপত্রের মধ্য দিয়ে শুরু হবে পরীক্ষার প্রথম দিনের আনুষ্ঠানিকতা। চুয়াডাঙ্গায় এ বছরেও ২৯টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষায় অংশগ্রহণ করছে ২২ হাজার ২০২ জন পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। বিশেষ করে প্রশ্নফাঁস রোধ, পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা ও নকলমুক্তকরণের বিষয়গুলো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরীক্ষা প্রসঙ্গে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘সুষ্ঠু পরিবেশে যেন প্রতিটি পরীক্ষা সম্পন্ন হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীর আবশ্যিকভাবে হলে প্রবেশ ও আসন গ্রহণ নিশ্চিত করতে হবে এবং ওই সময়ের পরে কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কিংবা পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে মোবাইল ফোনসহ কাউকে পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম অনুযায়ী, পরীক্ষার সময় কেবল কেন্দ্র সচিব সাধারণ (স্মার্টফোন নয়) একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারেন, যা দিয়ে ছবি তোলা যায় না, ইন্টারনেট ব্যবহারের কোনো সুযোগ নেই। তবে ওই ফোনটিও কেন্দ্র সচিবের কক্ষে রেখে ব্যবহার করতে হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী মোবাইল ও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস বহন করতে পারবে না। প্রশ্নপত্র খোলার সময় প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ ও অবস্থান সংরক্ষিত করতে হবে। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ এমন হওয়া উচিত যেখানে ম্যাজিষ্ট্রেট ও পুলিশ প্রয়োজন হবে না।’
প্রবেশপত্র, কলম ও জ্যামিতি বক্স ব্যতীত কোনো কিছু নিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, নকলরোধে পরীক্ষার্থী ও কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শকরা মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি ও ক্যালকুলেটর পরীক্ষা কেন্দ্রে নিতে পারবে না। পরীক্ষা শুরুর পূর্বে প্রত্যেক শিক্ষার্থীদের শরীর তল্লাশী করে কেন্দ্রে প্রবেশ করানো হবে। পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেন জেলা প্রশাসক।’