ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আজ তাকে পাঠানো হবে কক্সবাজার রোহিঙ্গা শিবিরে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
  • / ৩৪৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের রেলবাজার থেকে  মুনসুর আলম(৩৫) নামে এক যুবককে রোহিঙ্গা সন্দেহে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে সদর থানা পুলিশ তাকে আটক করে। আটক মুনসুর আলম তার বাবার নাম কালা মিয়া ছাড়া আর কিছু বলতে পারছে না। পুলিশ জানায়, মুনসুর আলম নামে এক রোহিঙ্গা যুবক শহরের রেলবাজার এলাকায় ঘোরাঘুরি করছিল। সে স্থানীয় দোকানদারদের বলে, ‘আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমাকে কিছু খেতে দিন’।  তার এসব কথাবার্তায় সন্দেহ হলে দোকানিরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নেয়। এর আগে সে ট্রেনযোগে চুয়াডাঙ্গা স্টেশনে এসে নামে। সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, মিয়ানমারে সহিংসতার পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে চুয়াডাঙ্গা জেলাতে অবস্থান ও ছড়িয়ে পড়তে না পারে তার জন্য চুয়াডাঙ্গা পুলিশ বেশ কিছুদিন ধরেই সর্তক রয়েছে। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকাতে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রোহিঙ্গা যুবক আটকের খবর পেয়ে পুলিশ সুপার নিজাম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার আহসান হাবীব থানায় এসে তার সাথে কথা বলেন এবং সে আসলেই রোহিঙ্গা কী না জানার চেষ্টা করেন। পরে পুলিশ সুপার জানান, আটক যুবক নিজের নাম ও বাবার নাম ছাড়া আর তেমন কিছুই বলতে পারছে না। এছাড়াও তার ভাষাও বোঝ যাচ্ছে না। তাকে বৃহস্পতিবার কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানো হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজ তাকে পাঠানো হবে কক্সবাজার রোহিঙ্গা শিবিরে

আপলোড টাইম : ১১:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭

চুয়াডাঙ্গায় রোহিঙ্গা সন্দেহে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের রেলবাজার থেকে  মুনসুর আলম(৩৫) নামে এক যুবককে রোহিঙ্গা সন্দেহে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে সদর থানা পুলিশ তাকে আটক করে। আটক মুনসুর আলম তার বাবার নাম কালা মিয়া ছাড়া আর কিছু বলতে পারছে না। পুলিশ জানায়, মুনসুর আলম নামে এক রোহিঙ্গা যুবক শহরের রেলবাজার এলাকায় ঘোরাঘুরি করছিল। সে স্থানীয় দোকানদারদের বলে, ‘আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমাকে কিছু খেতে দিন’।  তার এসব কথাবার্তায় সন্দেহ হলে দোকানিরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নেয়। এর আগে সে ট্রেনযোগে চুয়াডাঙ্গা স্টেশনে এসে নামে। সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, মিয়ানমারে সহিংসতার পর বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে চুয়াডাঙ্গা জেলাতে অবস্থান ও ছড়িয়ে পড়তে না পারে তার জন্য চুয়াডাঙ্গা পুলিশ বেশ কিছুদিন ধরেই সর্তক রয়েছে। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকাতে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রোহিঙ্গা যুবক আটকের খবর পেয়ে পুলিশ সুপার নিজাম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার আহসান হাবীব থানায় এসে তার সাথে কথা বলেন এবং সে আসলেই রোহিঙ্গা কী না জানার চেষ্টা করেন। পরে পুলিশ সুপার জানান, আটক যুবক নিজের নাম ও বাবার নাম ছাড়া আর তেমন কিছুই বলতে পারছে না। এছাড়াও তার ভাষাও বোঝ যাচ্ছে না। তাকে বৃহস্পতিবার কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানো হবে।