ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আঙুলের ছাপ ওঠেনি ইভিএমে, দিতে পারেননি ভোট!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৪১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
  • / ১৮৫ বার পড়া হয়েছে

আফজালুল হক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ভিমরুল্লাহ গ্রামের শতবর্ষী মওলা বকশ মণ্ডল। দেশের সর্বনিম্ন তাপমাত্রায় (৭.৭ ডিগ্রি) তীব্র শীতের মধ্যেও লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এসেছিলেন ভোট কেন্দ্রে। প্রত্যেকটি নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু এবার পারলেন না। তার আঙুলের ছাপ ওঠেনি মেশিনে। তাই ভোট না দিয়ে ফেরত যেতে হলো তাঁকে। এমন ডিজিটাল বিড়ম্বনায় কিছুটা হতাশ হতে দেখা যায় তাঁকে। এদিকে, ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতিও ছিল বেশ। তবে নিজের ভোট দিতে পারেননি অনেকেই। তাঁদের অভিযোগ, ‘কেন্দ্রের মধ্যে থাকা বিভিন্ন প্রতীকের প্রার্থীরা জোর করে তাঁদের ভোট দিয়ে দিয়েছে।’ ১ নং ওয়ার্ডের ভিমরুল্লাহ ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, মওলা বকশ’র অনেক বয়স হয়েছে। হয়ত সে কারণে তাঁর হাতের ছাপ ওঠেনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আঙুলের ছাপ ওঠেনি ইভিএমে, দিতে পারেননি ভোট!

আপলোড টাইম : ১০:৪১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০

আফজালুল হক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ভিমরুল্লাহ গ্রামের শতবর্ষী মওলা বকশ মণ্ডল। দেশের সর্বনিম্ন তাপমাত্রায় (৭.৭ ডিগ্রি) তীব্র শীতের মধ্যেও লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এসেছিলেন ভোট কেন্দ্রে। প্রত্যেকটি নির্বাচনে ভোট দিয়েছেন। কিন্তু এবার পারলেন না। তার আঙুলের ছাপ ওঠেনি মেশিনে। তাই ভোট না দিয়ে ফেরত যেতে হলো তাঁকে। এমন ডিজিটাল বিড়ম্বনায় কিছুটা হতাশ হতে দেখা যায় তাঁকে। এদিকে, ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতিও ছিল বেশ। তবে নিজের ভোট দিতে পারেননি অনেকেই। তাঁদের অভিযোগ, ‘কেন্দ্রের মধ্যে থাকা বিভিন্ন প্রতীকের প্রার্থীরা জোর করে তাঁদের ভোট দিয়ে দিয়েছে।’ ১ নং ওয়ার্ডের ভিমরুল্লাহ ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, মওলা বকশ’র অনেক বয়স হয়েছে। হয়ত সে কারণে তাঁর হাতের ছাপ ওঠেনি।