ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আগামী ১৬ অক্টোবর চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে উন্নয়ন কনসার্ট

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮
  • / ৬১০ বার পড়া হয়েছে

শেষ মুহুর্তের প্রস্তুতি পরিদর্শনে হুইপ-ডিসি-এসপি
নিজস্ব প্রতিবেদক: ‘অপ্রতিরোধ্য অভিযাত্রায় বাংলাদেশ’ শ্লোগানে চুয়াডাঙ্গায় কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ অক্টোবর মঙ্গলবার চুয়াডাঙ্গা জাফরপুরস্থ নতুন স্টেডিয়াম মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। শেষ মুহুর্তের প্রস্তুতি পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রমূখ।
উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দেশ সেরা শিল্পীদের নিয়ে চুয়াডাঙ্গাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উন্নয়ন কনসার্ট’। তারুণ্যের দূর্বার উদ্যম নিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলেছে নতুন শক্তি বাংলাদেশ। উন্নয়নের এই ধারাবাহিকতা উদযাপন করতেই কনসার্টের আয়োজন। সবুজ বাংলার ২০তম আয়োজনের ১৫তম আয়োজন চুয়াডাঙ্গা জেলায়। ওইদিন দুপুর আড়াইটায় নতুন স্টেডিয়ামের গেট খোলা হবে। চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দকে ২ হাজার ভিআইপি টিকিট দেবেন আয়োজকদের পক্ষ থেকে। এছাড়া, পোষ্টার ও ব্যানার, দুই দিনব্যাপী মাইকিং করা, ডিস ক্যাবলে প্রচার ও ফেসবুক পেজে প্রচারণা চালানো হবে আয়োজকদের পক্ষ থেকে। নতুন স্টেডিয়াম মাঠে ৬০ ফুট বাই ১০০ ফুট স্টেজ নির্মাণ করা হবে। কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কনসার্টে গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীবৃন্দ ৪৫ মিনিট, শিল্পী রাজু, কণা, দলছুট ব্যান্ড বাপ্পা মজুমদার ও ব্যান্ডশিল্পী জেমস। দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনা ছাড়াও থাকবে আকর্ষণীয় লেজার শো ও আতশবাজী। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন রাফসান সাবাব খান ও অভিনেত্রী তানিয়া হোসেন। উন্নয়ন কনসার্টের মিডিয়া পার্টনার দেশ টিভি। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকবে এলিট ফোর্স, মেডিকেল টিম, মোবাইল টয়লেট ও ফায়ার সার্ভিস ব্যবস্থা সার্বক্ষণিক চালু থাকবে। নিজস্ব জেনারেটরের ব্যবস্থা থাকবে আয়োজকদের পক্ষ থেকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আগামী ১৬ অক্টোবর চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হবে উন্নয়ন কনসার্ট

আপলোড টাইম : ১০:৩০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ অক্টোবর ২০১৮

শেষ মুহুর্তের প্রস্তুতি পরিদর্শনে হুইপ-ডিসি-এসপি
নিজস্ব প্রতিবেদক: ‘অপ্রতিরোধ্য অভিযাত্রায় বাংলাদেশ’ শ্লোগানে চুয়াডাঙ্গায় কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ অক্টোবর মঙ্গলবার চুয়াডাঙ্গা জাফরপুরস্থ নতুন স্টেডিয়াম মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। শেষ মুহুর্তের প্রস্তুতি পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার প্রমূখ।
উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দেশ সেরা শিল্পীদের নিয়ে চুয়াডাঙ্গাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উন্নয়ন কনসার্ট’। তারুণ্যের দূর্বার উদ্যম নিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলেছে নতুন শক্তি বাংলাদেশ। উন্নয়নের এই ধারাবাহিকতা উদযাপন করতেই কনসার্টের আয়োজন। সবুজ বাংলার ২০তম আয়োজনের ১৫তম আয়োজন চুয়াডাঙ্গা জেলায়। ওইদিন দুপুর আড়াইটায় নতুন স্টেডিয়ামের গেট খোলা হবে। চুয়াডাঙ্গা জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজনৈতিক নেতৃবৃন্দকে ২ হাজার ভিআইপি টিকিট দেবেন আয়োজকদের পক্ষ থেকে। এছাড়া, পোষ্টার ও ব্যানার, দুই দিনব্যাপী মাইকিং করা, ডিস ক্যাবলে প্রচার ও ফেসবুক পেজে প্রচারণা চালানো হবে আয়োজকদের পক্ষ থেকে। নতুন স্টেডিয়াম মাঠে ৬০ ফুট বাই ১০০ ফুট স্টেজ নির্মাণ করা হবে। কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। কনসার্টে গান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীবৃন্দ ৪৫ মিনিট, শিল্পী রাজু, কণা, দলছুট ব্যান্ড বাপ্পা মজুমদার ও ব্যান্ডশিল্পী জেমস। দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনা ছাড়াও থাকবে আকর্ষণীয় লেজার শো ও আতশবাজী। অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন রাফসান সাবাব খান ও অভিনেত্রী তানিয়া হোসেন। উন্নয়ন কনসার্টের মিডিয়া পার্টনার দেশ টিভি। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকবে এলিট ফোর্স, মেডিকেল টিম, মোবাইল টয়লেট ও ফায়ার সার্ভিস ব্যবস্থা সার্বক্ষণিক চালু থাকবে। নিজস্ব জেনারেটরের ব্যবস্থা থাকবে আয়োজকদের পক্ষ থেকে।