ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আগামী চার বছরের মধ্যে উৎপাদনশীলতা দ্বিগুণ করা সম্ভব

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • / ১৭৯ বার পড়া হয়েছে

মেহেরপুরসহ সারা দেশে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপন, চুয়াডাঙ্গার সভায় ডিসি নজরুল ইসলাম
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্যে ছিল ‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম সরকার বলেন, ‘দেশের জনসংখ্যা অনেক বেশি, শিল্প কারখানা তৈরি করে তাদের কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। কৃষি যেমন এগিয়েছে, শিল্পও এগিয়ে যাবে। ১৬ কোটি মানুষের হাতকে কাজে লাগিয়ে ছোট-ছোট শিল্প কলকারখানা গড়ে তুলতে পারি, সেই সক্ষমতা আমাদের আছে। আমাদের স্বচ্ছলতা বেড়েছে। সে জন্য এ বিষয়গুলো নিয়ে ভাবছি। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো শিল্পের মাধ্যমে উন্নতি করেছে।’ তিনি আরও বলেন, টেকসই শিল্পায়নে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশীয় শিল্প কারখানার প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ১০ বছর মেয়াদি ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছে গেছে। আগামী চার বছরের মধ্যেই জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা দ্বিগুণ করা সম্ভব।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও প্রফেসর সিদ্দিকুর রহমান। সভায় অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান, কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) দিলীপ কুমার বিশ্বাস, বিএডিসির যুগ্ম পরিচালক সেলিম হায়দার, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম, তথ্য অফিসার আমিনুল ইসলাম ও জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলাম বক্তব্য রাখেন। সভায় বক্তারা, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে হবে বলে জানান।
জীবননগর:
‘বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা’ এ স্লোগানে জীবননগরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্বিনেশ চন্দ্র পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।
দামুড়হুদা:
‘বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা’ এ স্লোগানে দামুড়হুদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, প্রাথমিক শিক্ষা কর্মকতা সাকি ছালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা অশোক কুমার বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
দর্শনা:
‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ এ স্লোগানে দর্শনার কেরুতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির আয়োজনে কেরুজ জেনারেল অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কেরুর ক্যাম্পাস এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক ফিদা হাসান বাদশাহ, মহাব্যবস্থাপক (কৃষি) উত্তম কুমার কু-ু, মহাব্যবস্থাপক (কারখানা) আসাদুল কবীর, মহাব্যবস্থাপক (প্রশাসন) দিলিপ কুমার বিশ্বাস, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কেরু অ্যান্ড কোম্পানির উপব্যবস্থাপক (বাণিজ্যিক) শেখ শাহাবদ্দিন, উপব্যবস্থাপক ডিস্টিলারী রাজিবুল ইসলাম, শ্রমিক নেতা সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসম্পাদক খবির উদ্দিন, সদস্য সুমন, আকরাাম হোসেন, আমিনুল ইসলাম, বাবর আলী, আয়ুব আলী, আজিজুল হকসহ সব বিভাগের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী।
মেহেরপুর:
‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ এ স্লোগানে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে দিবসটি উপলক্ষে মেহেরপুর শহরে একটি র‌্যালি বের হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃতে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন, বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপক আশরাফুল আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপক আশরাফুল আলম প্রমুখ।
গাংনী:
জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাব উদ্দীন, আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান আতু, মহিলাবিষয়ক কর্মকর্তা নাসিমা, গাংনী থানার উপপরিদর্শক (এসআই) ইবারত হোসেন ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম। এ ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আগামী চার বছরের মধ্যে উৎপাদনশীলতা দ্বিগুণ করা সম্ভব

আপলোড টাইম : ১০:০০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯

মেহেরপুরসহ সারা দেশে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপন, চুয়াডাঙ্গার সভায় ডিসি নজরুল ইসলাম
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্যে ছিল ‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম সরকার বলেন, ‘দেশের জনসংখ্যা অনেক বেশি, শিল্প কারখানা তৈরি করে তাদের কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। কৃষি যেমন এগিয়েছে, শিল্পও এগিয়ে যাবে। ১৬ কোটি মানুষের হাতকে কাজে লাগিয়ে ছোট-ছোট শিল্প কলকারখানা গড়ে তুলতে পারি, সেই সক্ষমতা আমাদের আছে। আমাদের স্বচ্ছলতা বেড়েছে। সে জন্য এ বিষয়গুলো নিয়ে ভাবছি। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো শিল্পের মাধ্যমে উন্নতি করেছে।’ তিনি আরও বলেন, টেকসই শিল্পায়নে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশীয় শিল্প কারখানার প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে ১০ বছর মেয়াদি ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি মাস্টার প্ল্যান’ প্রণয়ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ টেকসই আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছে গেছে। আগামী চার বছরের মধ্যেই জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা দ্বিগুণ করা সম্ভব।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও প্রফেসর সিদ্দিকুর রহমান। সভায় অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুফি মো. রফিকুজ্জামান, কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (প্রশাসন) দিলীপ কুমার বিশ্বাস, বিএডিসির যুগ্ম পরিচালক সেলিম হায়দার, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম, তথ্য অফিসার আমিনুল ইসলাম ও জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল ইসলাম বক্তব্য রাখেন। সভায় বক্তারা, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে হবে বলে জানান।
জীবননগর:
‘বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা’ এ স্লোগানে জীবননগরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দ্বিনেশ চন্দ্র পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি দপ্তরের কর্মকর্তারা।
দামুড়হুদা:
‘বৈশ্বিক প্রতিযোগিতার উৎপাদনশীলতা’ এ স্লোগানে দামুড়হুদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, প্রাথমিক শিক্ষা কর্মকতা সাকি ছালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা অশোক কুমার বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
দর্শনা:
‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ এ স্লোগানে দর্শনার কেরুতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির আয়োজনে কেরুজ জেনারেল অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কেরুর ক্যাম্পাস এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়। র‌্যালিতে অংশগ্রহণ করেন কেরু অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক ফিদা হাসান বাদশাহ, মহাব্যবস্থাপক (কৃষি) উত্তম কুমার কু-ু, মহাব্যবস্থাপক (কারখানা) আসাদুল কবীর, মহাব্যবস্থাপক (প্রশাসন) দিলিপ কুমার বিশ্বাস, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, কেরু অ্যান্ড কোম্পানির উপব্যবস্থাপক (বাণিজ্যিক) শেখ শাহাবদ্দিন, উপব্যবস্থাপক ডিস্টিলারী রাজিবুল ইসলাম, শ্রমিক নেতা সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসম্পাদক খবির উদ্দিন, সদস্য সুমন, আকরাাম হোসেন, আমিনুল ইসলাম, বাবর আলী, আয়ুব আলী, আজিজুল হকসহ সব বিভাগের শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী।
মেহেরপুর:
‘বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা’ এ স্লোগানে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে দিবসটি উপলক্ষে মেহেরপুর শহরে একটি র‌্যালি বের হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনির নেতৃতে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন, বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপক আশরাফুল আলমসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, বিসিক শিল্পনগরীর ব্যবস্থাপক আশরাফুল আলম প্রমুখ।
গাংনী:
জাতীয় উৎপাদনশীলতা দিবস উদ্যাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাব উদ্দীন, আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান আতু, মহিলাবিষয়ক কর্মকর্তা নাসিমা, গাংনী থানার উপপরিদর্শক (এসআই) ইবারত হোসেন ও গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম। এ ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।