ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আকন্দবাড়িয়ায় বাউল ও লোকজ মেলার উদ্বোধন আজ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / ২ বার পড়া হয়েছে

দর্শনা অফিস:
দর্শনায় ঢাক-ঢোল আর বাঁশির টান এবং মাটির গানে বাউল ও লোকজ মেলার শুভ উদ্বোধন আজ। প্রতিবছরের ন্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের নতুনপাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আফতাব শাহার স্মরণে লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল পরিষদ গ্রাম বাংলার ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল গ্রাম্য ঐতিহ্য ধরে রাখতে এই মেলার আয়োজন করে আসছে। এ বছর বাউল ও লোকজ মেলার ২৩তম অনুষ্ঠানের বাউল ও লোকজ মেলার শুভ উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান।

‘মানুষ ভজিলে সোনার মানুষ হবি’ স্লোগানে পাঁচ দিনব্যাপী গুরুজি আফতাব শাহ-এর ২৩তম বার্ষিকী স্মরনানুষ্ঠান আজ শুরু হয়ে চলবে আগামী রোববার পর্যন্ত। প্রয়াত গুরুজি আফতাব শাহ স্মরণানুষ্ঠানের জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহাফুজুর রহমান মনজুকে বাউল পরিষদ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওযা হবে। এছাড়াও অনুষ্ঠানের সমাপনীর দিনে প্রধান অতিথি থাকবেন চুযাডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।

উদ্বোধন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত লালনগীতির সিনিয়র শিল্পী টুনটুন বাউল। এছাডাও প্রতিদিন সন্ধ্যায় মেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করবেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুলাহ আল মামুন, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বালাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।

পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া জারিগান, লাঠিখেলা, হা-ডু-ডু খেলা ও ঝাপান গান। আলোচনা শেষে দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় হবে ভাব বিচ্ছেদ ও সাধু সংগীত বাউল পরিষদের লোকজপালা, ঐতিহাসিক সাগরভাষা পালা গানের কিচ্ছা ও মেহেরপুরের লোকজপালা ময়নামতি এবং শেষ দিনে পালাগান রাধাকৃষ্ণ পরিবেশিত হবে। দর্শনা আকন্দবাড়িয়ার এই মেলায় মিষ্টি, ঝাল মুড়ি, গুড়রে জিলাপি আর পাপড় খেতে এবং নাগর দোলায় চড়তে জেলাবাসীকে মেলায় অংশ নেওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আকন্দবাড়িয়ায় বাউল ও লোকজ মেলার উদ্বোধন আজ

আপলোড টাইম : ১১:৫৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২

দর্শনা অফিস:
দর্শনায় ঢাক-ঢোল আর বাঁশির টান এবং মাটির গানে বাউল ও লোকজ মেলার শুভ উদ্বোধন আজ। প্রতিবছরের ন্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের নতুনপাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আফতাব শাহার স্মরণে লোকজ সাংস্কৃতিক সংগঠন বাউল পরিষদ গ্রাম বাংলার ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল গ্রাম্য ঐতিহ্য ধরে রাখতে এই মেলার আয়োজন করে আসছে। এ বছর বাউল ও লোকজ মেলার ২৩তম অনুষ্ঠানের বাউল ও লোকজ মেলার শুভ উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান।

‘মানুষ ভজিলে সোনার মানুষ হবি’ স্লোগানে পাঁচ দিনব্যাপী গুরুজি আফতাব শাহ-এর ২৩তম বার্ষিকী স্মরনানুষ্ঠান আজ শুরু হয়ে চলবে আগামী রোববার পর্যন্ত। প্রয়াত গুরুজি আফতাব শাহ স্মরণানুষ্ঠানের জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহাফুজুর রহমান মনজুকে বাউল পরিষদ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওযা হবে। এছাড়াও অনুষ্ঠানের সমাপনীর দিনে প্রধান অতিথি থাকবেন চুযাডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।

উদ্বোধন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত লালনগীতির সিনিয়র শিল্পী টুনটুন বাউল। এছাডাও প্রতিদিন সন্ধ্যায় মেলায় অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করবেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুলাহ আল মামুন, দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বালাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।

পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানে থাকবে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া জারিগান, লাঠিখেলা, হা-ডু-ডু খেলা ও ঝাপান গান। আলোচনা শেষে দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় হবে ভাব বিচ্ছেদ ও সাধু সংগীত বাউল পরিষদের লোকজপালা, ঐতিহাসিক সাগরভাষা পালা গানের কিচ্ছা ও মেহেরপুরের লোকজপালা ময়নামতি এবং শেষ দিনে পালাগান রাধাকৃষ্ণ পরিবেশিত হবে। দর্শনা আকন্দবাড়িয়ার এই মেলায় মিষ্টি, ঝাল মুড়ি, গুড়রে জিলাপি আর পাপড় খেতে এবং নাগর দোলায় চড়তে জেলাবাসীকে মেলায় অংশ নেওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটি।