ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আইসোলেসনে দর্শনা থানার ৬ পুলিশ সদস্য

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
  • / ১৪৭ বার পড়া হয়েছে

নতুন আরও ১১ জনসহ চুয়াডাঙ্গা জেলায় মোট ১১২ জনের করোনা পজিটিভ
নিজস্ব প্রতিবেদক:
দর্শনা থানার ৬ পুলিশ সদস্যসহ নতুন ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২ জনে। গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস দুই ধাপে ৬৪টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১১ জনের রিপোর্ট পজেটিভ এবং ৫৩ জনের রিপোর্ট নেগেটিভ। নতুন করোনা শনাক্তদের ১১ জনের মধ্যে দর্শনা থানার উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদের পাঁচজন এবং একজন কনস্টেবল রয়েছেন। এ ছাড়া বাকি পাঁচজনের বাড়ি আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে। জানা যায়, এই পাঁচজনই নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা থেকে সম্প্রতি আলমডাঙ্গা ফিরেছেন।
এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে আলমডাঙ্গা উপজেলা থেকে ২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, নতুন করোনা শনাক্ত দর্শনা থানার ছয় পুলিশ সদস্যকে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, নতুন শনাক্ত ১১ জনের মধ্যে দর্শনা থানার উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদের পাঁচজন এবং একজন কনস্টেবল রয়েছেন। এ ছাড়া বাকি পাঁচজনের বাড়ি চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার। একটি মেডিক্যাল টিমের মাধ্যমে আক্রান্তদের শারীরিক অবস্থা বুঝে তাঁদেরকে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ও হোম আইসোলেসনে নেওয়া হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১২২৫টি, প্রাপ্ত রিপোর্ট ১১৪৩টি, পজিটিভ ১১২টি, নেগেটিভ ১০৩১টি, সুস্থ ৭৬ ও মৃত্যু ১। শুক্রবার পাঠানো ২টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ৮২টি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আইসোলেসনে দর্শনা থানার ৬ পুলিশ সদস্য

আপলোড টাইম : ০৯:২৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০

নতুন আরও ১১ জনসহ চুয়াডাঙ্গা জেলায় মোট ১১২ জনের করোনা পজিটিভ
নিজস্ব প্রতিবেদক:
দর্শনা থানার ৬ পুলিশ সদস্যসহ নতুন ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১২ জনে। গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস দুই ধাপে ৬৪টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১১ জনের রিপোর্ট পজেটিভ এবং ৫৩ জনের রিপোর্ট নেগেটিভ। নতুন করোনা শনাক্তদের ১১ জনের মধ্যে দর্শনা থানার উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদের পাঁচজন এবং একজন কনস্টেবল রয়েছেন। এ ছাড়া বাকি পাঁচজনের বাড়ি আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামে। জানা যায়, এই পাঁচজনই নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা থেকে সম্প্রতি আলমডাঙ্গা ফিরেছেন।
এদিকে, গতকাল করোনা আক্রান্ত সন্দেহে আলমডাঙ্গা উপজেলা থেকে ২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, নতুন করোনা শনাক্ত দর্শনা থানার ছয় পুলিশ সদস্যকে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেসনে নেওয়া হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, নতুন শনাক্ত ১১ জনের মধ্যে দর্শনা থানার উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদের পাঁচজন এবং একজন কনস্টেবল রয়েছেন। এ ছাড়া বাকি পাঁচজনের বাড়ি চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার। একটি মেডিক্যাল টিমের মাধ্যমে আক্রান্তদের শারীরিক অবস্থা বুঝে তাঁদেরকে প্রাতিষ্ঠানিক আইসোলেশন ও হোম আইসোলেসনে নেওয়া হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১২২৫টি, প্রাপ্ত রিপোর্ট ১১৪৩টি, পজিটিভ ১১২টি, নেগেটিভ ১০৩১টি, সুস্থ ৭৬ ও মৃত্যু ১। শুক্রবার পাঠানো ২টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ৮২টি।