ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১৬২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গার ভাঙবাড়িয়ায় বিট পুলিশিং সভায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ স্লোগানে ধর্ষণ, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিং বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়ন পরিষদে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ভাঙবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, ‘একটা দেশের উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলার উন্নয়ন। আইনশৃঙ্খলার উন্নয়ন করতে গিয়ে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীরা যেন তাঁদের সমস্যার কথা পুলিশের কাছে সরাসরি খুলে বলতে পারেন, তার জন্য প্রতিটি থানায় আলাদাভাবে নারী ও শিশু ডেস্ক খোলা হয়েছে। নির্যাতিতাদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে। পুলিশ হচ্ছে প্রথম বিচারক, পুলিশ নিরলসভাবে কাজ করছে নারী নির্যাতন রোধে। সবার কাছে অনুরোধ, আপনার শিশুটি কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, কখন বাসা থেকে বের হচ্ছে, কখন বাসায় ফিরছে, তা অবশ্যই খেয়াল রাখবেন। ধর্ষণবিরোধী সচেতনতা পরিবার থেকেই শুরু করতে হবে। যেকোনো ধরনের খারাপ পরিস্থিতি দেখলে অবশ্যই থানা-পুলিশকে অবগত করবেন অথবা ৯৯৯-এ কল দেবেন। এ ছাড়া ধর্ষণের শাস্তি যেমন মৃত্যুদণ্ড, তাই বলে কেউ মিথ্যা মামলা করবেন না। আপনাদের যেকোনো সমস্যায় পুলিশ আপনাদের পাশে আছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, আহমদ আলী, ফজলুল হক জোয়ার্দ্দার, রেজাউল কোবির, নাসির উদ্দিন প্রমুখ। ৪ নম্বর বিট পুলিশিং ইনচার্জ মীর মেজবাহুর দূরাইনের আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে

আপলোড টাইম : ০৮:৪১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১

আলমডাঙ্গার ভাঙবাড়িয়ায় বিট পুলিশিং সভায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গায় ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ স্লোগানে ধর্ষণ, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও ইভটিজিং বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়ন পরিষদে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ভাঙবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, ‘একটা দেশের উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলার উন্নয়ন। আইনশৃঙ্খলার উন্নয়ন করতে গিয়ে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীরা যেন তাঁদের সমস্যার কথা পুলিশের কাছে সরাসরি খুলে বলতে পারেন, তার জন্য প্রতিটি থানায় আলাদাভাবে নারী ও শিশু ডেস্ক খোলা হয়েছে। নির্যাতিতাদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে। পুলিশ হচ্ছে প্রথম বিচারক, পুলিশ নিরলসভাবে কাজ করছে নারী নির্যাতন রোধে। সবার কাছে অনুরোধ, আপনার শিশুটি কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, কখন বাসা থেকে বের হচ্ছে, কখন বাসায় ফিরছে, তা অবশ্যই খেয়াল রাখবেন। ধর্ষণবিরোধী সচেতনতা পরিবার থেকেই শুরু করতে হবে। যেকোনো ধরনের খারাপ পরিস্থিতি দেখলে অবশ্যই থানা-পুলিশকে অবগত করবেন অথবা ৯৯৯-এ কল দেবেন। এ ছাড়া ধর্ষণের শাস্তি যেমন মৃত্যুদণ্ড, তাই বলে কেউ মিথ্যা মামলা করবেন না। আপনাদের যেকোনো সমস্যায় পুলিশ আপনাদের পাশে আছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির। এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন, আহমদ আলী, ফজলুল হক জোয়ার্দ্দার, রেজাউল কোবির, নাসির উদ্দিন প্রমুখ। ৪ নম্বর বিট পুলিশিং ইনচার্জ মীর মেজবাহুর দূরাইনের আয়োজনে ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।