ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অ্যাড. সেলিম-ফজলু পরিষদের পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ জয়লাভ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭
  • / ৩২৮ বার পড়া হয়েছে

রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে এড. সেলিম উদ্দীণ খান-ফজলুর রহমান পরিষদ সবকটি পদে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী সেলিম-হুমায়ন পরিষদের সকলেই পরাজিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনের পাশাপশি একই দিন সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট চত্ত্বরে সোসাইটির ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর মৃত্যুবরণকারী রেড ক্রিসেন্টের আজীবন ও বার্ষিক সদস্য-সদস্যাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সোসাইটির সেক্রেটারী মো. আলাউদ্দীন ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের প্রতিবেদন, অডিট রিপোর্ট এবং ২০১৮ সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন। সেক্রেটারী তার প্রতিবেদন উপস্থাপনের পর ইউনিটের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আজীবন ও বার্ষিক সদস্য-সদস্যাদের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে সেখ সামসুল আবেদিন খোকন বলেন, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট হাসপাতালের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য ইতোমধ্যে নতুন নতুন পদক্ষেপ নেয়া হয়েছে। জরুরী রক্তের জন্য নির্মাণ করা হচ্ছে আধুনিক মানের ব্লাড ব্যাংক। দীর্ঘ ৯ বছর যাবত এ ইউনিটের নির্বাচন না হওয়ায় অনেকটা স্থবির ইউনিট প্রাণ ফিরে পেয়েছে।
প্রতিবেদনগুলোর উপর আলোচনায় অংশ নেন আজীবন সদস্য ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি এড. মুহাঃ শামসুজ্জোহা, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিথা, জেলা আ’লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না প্রমুখ। উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয় প্রতিবেদন, অডিট প্রতিবেদন, প্রস্তাবিত বাজেট এবং ২০১৬ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এরআগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ব্লাড ব্যাংকের ভিত্তি প্রস্তর স্থাপন ফলক উন্মোচন করেন ইউনিট চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন।
এদিকে দীর্ঘ ৯ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কমিটি গঠনের জন্য উৎসবমূখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। ১ হাজার ৩৬৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৬৪ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাধিকার প্রয়োগ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ভোট কেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম।
সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী আলহাজ্জ্ব মো. মনিরুজ্জামান। এ সময় অপর দু’জন নির্বাচন কমিশনার এড. এস এম মনোয়ার হোসেন ও এড. কাইজার হোসেন জোয়ার্দ্দার এবং সদস্য সচিব সাঈদ মো. শামীম রহমান উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এ নির্বাচনে মোট ১ হাজার ৩৬৪ জন ভোটারের মধ্যে ৯৭৫ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন ভাইস চেয়ারম্যান পদে দু’জন, সাধারণ সম্পাদক পদে দু’জন ও কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে ১০জন। এরমধ্যে ভাইস চেয়ারম্যান পদে অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম তার মনোনয়ন প্রত্যাহার করলে এড. সেলিম উদ্দীন খান নির্বাচিত হন।
এ ছাড়া গতকালের নির্বাচনে সাধারন সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন বর্তমান সাধারন সম্পাদক ফজলুর রহমান। তিনি পেয়েছেন ৬৭৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. হুমায়ুন কবীর মালিক পেয়েছেন ২৫৪ ভোট। কার্যনির্বাহী সদস্যরা হলেন, ১ম- শহীদুল ইসলাম শাহান (প্রাপ্ত ভোট-), ২য়- এড. আকসিজুল ইসলাম রতন (প্রাপ্ত ভোট-৬৫৮), ৩য়- মো. রফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট-৫৬০), ৪র্থ- মো. হাবিল হোসেন জোয়ার্দ্দার (প্রাপ্ত ভোট-৫৪৩) ও ৫ম- এড. মোল্লা আব্দুর রশিদ (প্রাপ্ত ভোট-৫২৯)। এ ছাড়া আবুল কালাম আজাদ (প্রাপ্ত ভোট-২২৪), লিটু বিশ্বাস (প্রাপ্ত ভোট- ২৯৪), হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি (প্রাপ্ত ভোট-৩৮১), তছলিম উদ্দীন (প্রাপ্ত ভোট-৩৭৮) ও নুরুন্নাহার কাকলি (প্রাপ্ত ভোট-২৭৩)। এ নির্বাচনে ৩২ ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অ্যাড. সেলিম-ফজলু পরিষদের পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ জয়লাভ

আপলোড টাইম : ১১:২৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭

রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ত্রি-বার্ষিক নির্বাচনে এড. সেলিম উদ্দীণ খান-ফজলুর রহমান পরিষদ সবকটি পদে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বী সেলিম-হুমায়ন পরিষদের সকলেই পরাজিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনের পাশাপশি একই দিন সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট চত্ত্বরে সোসাইটির ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর মৃত্যুবরণকারী রেড ক্রিসেন্টের আজীবন ও বার্ষিক সদস্য-সদস্যাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সোসাইটির সেক্রেটারী মো. আলাউদ্দীন ২০১৭ সালের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের প্রতিবেদন, অডিট রিপোর্ট এবং ২০১৮ সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন। সেক্রেটারী তার প্রতিবেদন উপস্থাপনের পর ইউনিটের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আজীবন ও বার্ষিক সদস্য-সদস্যাদের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে সেখ সামসুল আবেদিন খোকন বলেন, চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট হাসপাতালের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার জন্য ইতোমধ্যে নতুন নতুন পদক্ষেপ নেয়া হয়েছে। জরুরী রক্তের জন্য নির্মাণ করা হচ্ছে আধুনিক মানের ব্লাড ব্যাংক। দীর্ঘ ৯ বছর যাবত এ ইউনিটের নির্বাচন না হওয়ায় অনেকটা স্থবির ইউনিট প্রাণ ফিরে পেয়েছে।
প্রতিবেদনগুলোর উপর আলোচনায় অংশ নেন আজীবন সদস্য ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জজ কোর্টের পিপি এড. মুহাঃ শামসুজ্জোহা, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিথা, জেলা আ’লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না প্রমুখ। উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয় প্রতিবেদন, অডিট প্রতিবেদন, প্রস্তাবিত বাজেট এবং ২০১৬ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এরআগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ব্লাড ব্যাংকের ভিত্তি প্রস্তর স্থাপন ফলক উন্মোচন করেন ইউনিট চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন।
এদিকে দীর্ঘ ৯ বছর পর রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের কমিটি গঠনের জন্য উৎসবমূখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। ১ হাজার ৩৬৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৬৪ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটাধিকার প্রয়োগ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ভোট কেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম।
সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিট কার্যালয়ে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী আলহাজ্জ্ব মো. মনিরুজ্জামান। এ সময় অপর দু’জন নির্বাচন কমিশনার এড. এস এম মনোয়ার হোসেন ও এড. কাইজার হোসেন জোয়ার্দ্দার এবং সদস্য সচিব সাঈদ মো. শামীম রহমান উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এ নির্বাচনে মোট ১ হাজার ৩৬৪ জন ভোটারের মধ্যে ৯৭৫ জন ভোটার তাদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেন ভাইস চেয়ারম্যান পদে দু’জন, সাধারণ সম্পাদক পদে দু’জন ও কার্যনির্বাহী সদস্যের পাঁচটি পদে ১০জন। এরমধ্যে ভাইস চেয়ারম্যান পদে অধ্যক্ষ মাহবুবুল ইসলাম সেলিম তার মনোনয়ন প্রত্যাহার করলে এড. সেলিম উদ্দীন খান নির্বাচিত হন।
এ ছাড়া গতকালের নির্বাচনে সাধারন সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন বর্তমান সাধারন সম্পাদক ফজলুর রহমান। তিনি পেয়েছেন ৬৭৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. হুমায়ুন কবীর মালিক পেয়েছেন ২৫৪ ভোট। কার্যনির্বাহী সদস্যরা হলেন, ১ম- শহীদুল ইসলাম শাহান (প্রাপ্ত ভোট-), ২য়- এড. আকসিজুল ইসলাম রতন (প্রাপ্ত ভোট-৬৫৮), ৩য়- মো. রফিকুল ইসলাম (প্রাপ্ত ভোট-৫৬০), ৪র্থ- মো. হাবিল হোসেন জোয়ার্দ্দার (প্রাপ্ত ভোট-৫৪৩) ও ৫ম- এড. মোল্লা আব্দুর রশিদ (প্রাপ্ত ভোট-৫২৯)। এ ছাড়া আবুল কালাম আজাদ (প্রাপ্ত ভোট-২২৪), লিটু বিশ্বাস (প্রাপ্ত ভোট- ২৯৪), হাবিবুল্লাহ জোয়ার্দ্দার ছটি (প্রাপ্ত ভোট-৩৮১), তছলিম উদ্দীন (প্রাপ্ত ভোট-৩৭৮) ও নুরুন্নাহার কাকলি (প্রাপ্ত ভোট-২৭৩)। এ নির্বাচনে ৩২ ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।