ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অ্যাডভোকেট ভুট্টোর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • / ৪৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, চুয়াডাঙ্গার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শামসুল আরেফিন ভুট্টো ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি উথলী গ্রামের মৃত কিতাব উদ্দীনের ছোট ছেলে।
ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হার্টের এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করার সময় চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। গতকাল সোমবার সকাল ৮টার দিকে মরহুম শামসুল আরেফিন ভুট্টোর মরদেহ তাঁর নিজ গ্রাম উথলীতে পৌঁছালে এলাকায় শোকে ছায়া নেমে আসে ও এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। গতকাল সোমবার বেলা দুইটায় উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
তাঁর জানাজায় অংশ নেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম, জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিবলু, জীবননগর উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়নসহ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা শেষে উথলী দক্ষিণপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁকে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অ্যাডভোকেট ভুট্টোর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

আপলোড টাইম : ১০:৩৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১

প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, চুয়াডাঙ্গার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শামসুল আরেফিন ভুট্টো ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি উথলী গ্রামের মৃত কিতাব উদ্দীনের ছোট ছেলে।
ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হার্টের এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি করার সময় চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাত ১১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। গতকাল সোমবার সকাল ৮টার দিকে মরহুম শামসুল আরেফিন ভুট্টোর মরদেহ তাঁর নিজ গ্রাম উথলীতে পৌঁছালে এলাকায় শোকে ছায়া নেমে আসে ও এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। গতকাল সোমবার বেলা দুইটায় উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
তাঁর জানাজায় অংশ নেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলমগীর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম, জীবননগর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাসার শিবলু, জীবননগর উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়নসহ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা শেষে উথলী দক্ষিণপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁকে।