ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অস্ত্রোপচারের পর সেলাইয়ের পরিবর্তে আঠা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০১:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭
  • / ৪০৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: অস্ত্রোপচারের পর সেলাই শুকানোটা সময়সাপেক্ষ ব্যাপার। তবে সুখবর হচ্ছে, অস্ত্রোপচারের পর কাটাস্থান জোড়া লাগাতে আর সেলাইয়ের প্রয়োজন হবে না। অস্ট্রেলিয়ান এবং আমেরিকান বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা অস্ত্রোপচারে ব্যবহারের জন্য প্রসারিত আঠা (স্ট্রেচি গ্লু) তৈরি করেছেন, যা দ্রুত শরীরে কাটাস্থান জোড়া লাগাবে। ফলে দ্রুত আরোগ্যলাভে যুগান্তকারী পরিবর্তন আসবে। বিশাল সাফল্য অর্জনের এই পণ্যটি আহত রোগীদের দ্রুত এবং কার্যকরভাবে ক্ষত বন্ধ করে জীবন বাঁচাতে সক্ষম, ৬০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই আঠা কাটাস্থান বন্ধ করতে পারে। ‘মেটরো’ নামক এই আঠা ‘ট্রোফেলস্টিন’ নামক একটি প্রাকৃতিক প্রোটিন দিয়ে তৈরি করা হয়েছে এবং সিরিঞ্জের মাধ্যমে সরাসরি ক্ষতস্থানে প্রয়োগ করা যায়। এরপর ইউভি লাইটের মাধ্যমে সক্রিয় করা হলে, আঠা সম্পূর্ণভাবে কাটাস্থান সীল (বন্ধ) করে দেয়। এমনকি শরীরের নরম কোষের ক্ষেত্রেও এটি সেলাই, ক্লিপ অথবা স্টাপলের প্রয়োজন দূর করবে। এই আঠার ইলাসটিসিটি সুবিধার মানে হচ্ছে, ফুসফুস এবং হৃদপিন্ডের মতো শেপ পরিবর্তনকারী অভ্যন্তরীণ অঙ্গগুলোতে এটি ভালো কাজ করবে। যেখানে অস্ত্রোপচারের সেলাই শুকাতে কয়েক ঘণ্টা থেকে কয়েক সপ্তাহ সময় লেগে যায়, সেখানে এই আঠা কাটাস্থান শুকাবে ৬০ সেকেন্ডেরও কম সময়ে। এমনকি রোগীর আরোগ্য লাভের দীর্ঘ সময়ও বিস্ময়করভাবে ব্যাপক কমানোর সম্ভাবনা রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অস্ত্রোপচারের পর সেলাইয়ের পরিবর্তে আঠা!

আপলোড টাইম : ০১:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭

প্রযুক্তি ডেস্ক: অস্ত্রোপচারের পর সেলাই শুকানোটা সময়সাপেক্ষ ব্যাপার। তবে সুখবর হচ্ছে, অস্ত্রোপচারের পর কাটাস্থান জোড়া লাগাতে আর সেলাইয়ের প্রয়োজন হবে না। অস্ট্রেলিয়ান এবং আমেরিকান বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা অস্ত্রোপচারে ব্যবহারের জন্য প্রসারিত আঠা (স্ট্রেচি গ্লু) তৈরি করেছেন, যা দ্রুত শরীরে কাটাস্থান জোড়া লাগাবে। ফলে দ্রুত আরোগ্যলাভে যুগান্তকারী পরিবর্তন আসবে। বিশাল সাফল্য অর্জনের এই পণ্যটি আহত রোগীদের দ্রুত এবং কার্যকরভাবে ক্ষত বন্ধ করে জীবন বাঁচাতে সক্ষম, ৬০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই আঠা কাটাস্থান বন্ধ করতে পারে। ‘মেটরো’ নামক এই আঠা ‘ট্রোফেলস্টিন’ নামক একটি প্রাকৃতিক প্রোটিন দিয়ে তৈরি করা হয়েছে এবং সিরিঞ্জের মাধ্যমে সরাসরি ক্ষতস্থানে প্রয়োগ করা যায়। এরপর ইউভি লাইটের মাধ্যমে সক্রিয় করা হলে, আঠা সম্পূর্ণভাবে কাটাস্থান সীল (বন্ধ) করে দেয়। এমনকি শরীরের নরম কোষের ক্ষেত্রেও এটি সেলাই, ক্লিপ অথবা স্টাপলের প্রয়োজন দূর করবে। এই আঠার ইলাসটিসিটি সুবিধার মানে হচ্ছে, ফুসফুস এবং হৃদপিন্ডের মতো শেপ পরিবর্তনকারী অভ্যন্তরীণ অঙ্গগুলোতে এটি ভালো কাজ করবে। যেখানে অস্ত্রোপচারের সেলাই শুকাতে কয়েক ঘণ্টা থেকে কয়েক সপ্তাহ সময় লেগে যায়, সেখানে এই আঠা কাটাস্থান শুকাবে ৬০ সেকেন্ডেরও কম সময়ে। এমনকি রোগীর আরোগ্য লাভের দীর্ঘ সময়ও বিস্ময়করভাবে ব্যাপক কমানোর সম্ভাবনা রয়েছে।