ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
  • / ৩৯ বার পড়া হয়েছে

জীবননগরে রাতের আধারে কৃষকের বাড়িতে মুখোশধারী ডাকাত দলের হানা
জীবননগর অফিস:
জীবননগরে রাতের আধারে কৃষকের বাড়িতে মুখোশধারী ডাকাত দল হানা দিয়েছে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর পশ্চিমপাড়ায় কৃষক মুলামিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
কৃষক মুলামিন বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১০-১২ জন ব্যক্তি দেশীয় হাসুয়া, রামদা, ডাসা হাতে করে মুখোশ পরে বাড়ির মধ্যে প্রবেশ করে। এবং আমার দুই ছেলেসহ আমাদের বাড়ির সকলকে বেধে রেখে টাকা চাই। আমরা টাকা দিতে রাজি না হওয়ায় আমার নাতি ছেলের গলায় হাসুয়া ধরে বলে টাকা না দিলে জবাই করে দেব। তাদের ভয়ে আমার ঘরে আম বিক্রি করা নগদ ১৪ হাজার টাকা ছিল, এক ভরি সোনার অলঙ্কার, একটি বাইসাইকেল ছিল, সেগুলো সব তারা নিয়ে যায়। আমি এখন পথে বসে গেছি।’
সীমান্ত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আ. সালাম বলেন, ‘মুলামিনের বাড়িতে ডাকাতি হয়েছে, এ সংবাদ শুনে আমি তার বাড়িতে গিয়েছিলাম। সে যেভাবে বলল, ডাকাতরা সবাই বাড়ির মধ্যে ঠুকে সবার নাম ধরে ডেকেছে এবং তারা বাড়ির সবাইকে বেধে ফিল্ম স্টাইলে নগদ টাকা, গহনা এমনকি বাইসাইকেল পর্যন্ত নিয়ে গেছে। এই বিষয়টি যদি পুলিশ একটু গুরুত্ব সহকারে তদন্ত করে, তাহলে এর সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করা যাবে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গঙ্গাদাশপুর গ্রামে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে হয়ত এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আসল ঘটনা বলা যাবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট!

আপলোড টাইম : ০৯:২৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১

জীবননগরে রাতের আধারে কৃষকের বাড়িতে মুখোশধারী ডাকাত দলের হানা
জীবননগর অফিস:
জীবননগরে রাতের আধারে কৃষকের বাড়িতে মুখোশধারী ডাকাত দল হানা দিয়েছে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর পশ্চিমপাড়ায় কৃষক মুলামিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
কৃষক মুলামিন বলেন, ‘বৃহস্পতিবার রাত ১১টার দিকে ১০-১২ জন ব্যক্তি দেশীয় হাসুয়া, রামদা, ডাসা হাতে করে মুখোশ পরে বাড়ির মধ্যে প্রবেশ করে। এবং আমার দুই ছেলেসহ আমাদের বাড়ির সকলকে বেধে রেখে টাকা চাই। আমরা টাকা দিতে রাজি না হওয়ায় আমার নাতি ছেলের গলায় হাসুয়া ধরে বলে টাকা না দিলে জবাই করে দেব। তাদের ভয়ে আমার ঘরে আম বিক্রি করা নগদ ১৪ হাজার টাকা ছিল, এক ভরি সোনার অলঙ্কার, একটি বাইসাইকেল ছিল, সেগুলো সব তারা নিয়ে যায়। আমি এখন পথে বসে গেছি।’
সীমান্ত ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আ. সালাম বলেন, ‘মুলামিনের বাড়িতে ডাকাতি হয়েছে, এ সংবাদ শুনে আমি তার বাড়িতে গিয়েছিলাম। সে যেভাবে বলল, ডাকাতরা সবাই বাড়ির মধ্যে ঠুকে সবার নাম ধরে ডেকেছে এবং তারা বাড়ির সবাইকে বেধে ফিল্ম স্টাইলে নগদ টাকা, গহনা এমনকি বাইসাইকেল পর্যন্ত নিয়ে গেছে। এই বিষয়টি যদি পুলিশ একটু গুরুত্ব সহকারে তদন্ত করে, তাহলে এর সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করা যাবে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গঙ্গাদাশপুর গ্রামে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে হয়ত এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আসল ঘটনা বলা যাবে।