ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অসহায় সেই বৃদ্ধ রোগীর পাশে ছাত্রলীগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯
  • / ৭৬৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বারান্দায় ঠাঁই হওয়া
আফজালুল হক/রুদ্র রাসেল:
দিন সাত আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বারান্দায় ভর্তি হন ৭০ বছরের বৃদ্ধ এক রোগী। সারা শরীরে পচন আর দুর্গন্ধ হওয়ায় তাঁর কাছেই যাচ্ছিল না সাধারণ মানুষ। এমনকি চিকিৎসা পেতেও হাসপাতালের অনেক ডাক্তার ও নার্সকে পাশে পাননি ওই বৃদ্ধ রোগী। শরীরে তীব্র যন্ত্রণা আর বিনা চিকিৎসায় নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে অসহায়ের মতো হাসপাতালের বারান্দাতেই তাঁকে পড়ে থাকতে হয় দিনের পর দিন। পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তাঁর নাম নুর ইসলাম, পিতার নাম মৃত মুরিদ আলী, বাড়ি টাঙ্গাইল। তবে কীভাবে তিনি চুয়াডাঙ্গাতে এসেছেন বা তাঁর পরিবারের বিষয়ে কোনো কিছু বলতে পারছেন না তিনি।
দুই দিন আগে দৈনিক সময়ের সমীকরণ-এ হাসপাতালের বারান্দায় যন্ত্রণায় কাতরানো ওই বৃদ্ধ রোগীর ছবি দিয়ে ক্যাপশন প্রকাশিত হয়। মুহূর্তেই ক্যাপশনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফেসবুকে অনেকেই ওই বৃদ্ধ রোগীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু ফেসবুকে ওই অসহায় বৃদ্ধের ছবি দেখতে পেয়ে তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। পৌর মেয়রের নির্দেশে গতকাল দুপুরে কর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে বৃদ্ধ রোগীর খোঁজখবর নেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। পরে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বৃদ্ধ নুর ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ছাত্রলীগ।
এদিকে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর এমন উদারতার প্রশংসা করেছেন জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা তাঁদের ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন বার্তা লিখে পৌর মেয়রকে অভিনন্দন জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অসহায় সেই বৃদ্ধ রোগীর পাশে ছাত্রলীগ

আপলোড টাইম : ০৯:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বারান্দায় ঠাঁই হওয়া
আফজালুল হক/রুদ্র রাসেল:
দিন সাত আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বারান্দায় ভর্তি হন ৭০ বছরের বৃদ্ধ এক রোগী। সারা শরীরে পচন আর দুর্গন্ধ হওয়ায় তাঁর কাছেই যাচ্ছিল না সাধারণ মানুষ। এমনকি চিকিৎসা পেতেও হাসপাতালের অনেক ডাক্তার ও নার্সকে পাশে পাননি ওই বৃদ্ধ রোগী। শরীরে তীব্র যন্ত্রণা আর বিনা চিকিৎসায় নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে অসহায়ের মতো হাসপাতালের বারান্দাতেই তাঁকে পড়ে থাকতে হয় দিনের পর দিন। পরিচয় জানতে চাইলে তিনি বলেন, তাঁর নাম নুর ইসলাম, পিতার নাম মৃত মুরিদ আলী, বাড়ি টাঙ্গাইল। তবে কীভাবে তিনি চুয়াডাঙ্গাতে এসেছেন বা তাঁর পরিবারের বিষয়ে কোনো কিছু বলতে পারছেন না তিনি।
দুই দিন আগে দৈনিক সময়ের সমীকরণ-এ হাসপাতালের বারান্দায় যন্ত্রণায় কাতরানো ওই বৃদ্ধ রোগীর ছবি দিয়ে ক্যাপশন প্রকাশিত হয়। মুহূর্তেই ক্যাপশনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ফেসবুকে অনেকেই ওই বৃদ্ধ রোগীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গার পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু ফেসবুকে ওই অসহায় বৃদ্ধের ছবি দেখতে পেয়ে তাঁর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। পৌর মেয়রের নির্দেশে গতকাল দুপুরে কর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে বৃদ্ধ রোগীর খোঁজখবর নেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। পরে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বৃদ্ধ নুর ইসলামকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ছাত্রলীগ।
এদিকে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর এমন উদারতার প্রশংসা করেছেন জেলার সুশীল সমাজের প্রতিনিধিরা। তাঁরা তাঁদের ব্যক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন বার্তা লিখে পৌর মেয়রকে অভিনন্দন জানান।