ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অসহায়দের ত্রাণ যেন লুটপাট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
  • / ২৩০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় ১৬ হাজার পরিবারকে খাদ্য-সহায়তা বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত আলমডাঙ্গা উপজেলায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার অধীনে প্রায় ১৬ হাজার পরিবারের মধ্যে খাদ্য-সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নিজস্ব তহবিল থেকে এ খাদ্য-সহায়তা প্রদান করা হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য-সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি ছেলুন জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘এই দুর্যোগে দেশের মানুষ যাতে কেউ না খেয়ে থাকে, তার জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতা করে যাচ্ছে। আমার এ জেলায় অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। সরকারিভাবে করা হচ্ছে, ব্যক্তিগতভাবে করা হচ্ছে। তার ধারাবাহিকতায় এ খাদ্য-সহায়তা প্রদান কার্যক্রম। কেউ যেন অসহায় মানুষের ত্রাণ নিয়ে লুটপাট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালামুন আহম্মেদ ডন, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবু সাইদ পিণ্টু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান শাহ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠাণ্ডু, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিকুর রহমান ওল্টু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর সভাপতি নয়ন সরকার, ছাত্রলীগের নেতা হাসান, রকি, বাদসা, সাকিব প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অসহায়দের ত্রাণ যেন লুটপাট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে

আপলোড টাইম : ০৯:৫৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২০

আলমডাঙ্গায় ১৬ হাজার পরিবারকে খাদ্য-সহায়তা বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত আলমডাঙ্গা উপজেলায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার অধীনে প্রায় ১৬ হাজার পরিবারের মধ্যে খাদ্য-সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নিজস্ব তহবিল থেকে এ খাদ্য-সহায়তা প্রদান করা হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য-সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি ছেলুন জোয়ার্দ্দার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘এই দুর্যোগে দেশের মানুষ যাতে কেউ না খেয়ে থাকে, তার জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতা করে যাচ্ছে। আমার এ জেলায় অসহায় কর্মহীন হয়ে পড়া মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছি। সরকারিভাবে করা হচ্ছে, ব্যক্তিগতভাবে করা হচ্ছে। তার ধারাবাহিকতায় এ খাদ্য-সহায়তা প্রদান কার্যক্রম। কেউ যেন অসহায় মানুষের ত্রাণ নিয়ে লুটপাট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদীর গনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালামুন আহম্মেদ ডন, সাবেক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবু সাইদ পিণ্টু, কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদিন, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান শাহ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, ভাঙবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাবুল হক ঠাণ্ডু, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসিকুর রহমান ওল্টু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর সভাপতি নয়ন সরকার, ছাত্রলীগের নেতা হাসান, রকি, বাদসা, সাকিব প্রমুখ।