ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অল্প আমলেই মিলবে মুক্তি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
  • / ৩১৪ বার পড়া হয়েছে

ধর্ম প্রতিবেদন:
কোনো মানুষ চাইলেও সার্বিক হক আদায় করে আল্লাহর ইবাদত করতে পারবে না। পারা সম্ভব নয়। কারণ মহান আল্লাহ তায়ালা মানুষকে কিছু সীমাবদ্ধতা দিয়েই সৃষ্টি করেছেন। সেই সীমাবদ্ধতা অতিক্রম করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষের ত্রুটি ও সীমাবদ্ধতার মধ্যেই রয়েছে আল্লাহর বিশালত্বের প্রমাণ। এ জন্য কেউ শুধু আমল দ্বারা নাজাত পাওয়ার আশা করতে পারে না। কারণ আমরা যত আমলই করি আল্লাহর সত্তা এর চেয়ে অনেক উঁচু স্তরের; যেখানে পৌঁছা কোনো মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। এ জন্য মানুষের যাবতীয় ত্রুটি-বিচ্যুতি আল্লাহ সব সময় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। আল্লাহ মানুষের কাছে অধিক পরিমাণে আমল চান না; তিনি চান মানসম্পন্ন আমল। গুণগতমানে এগিয়ে যে আমল তা অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট। রাসুল (সা.) হজরত মা’আজকে (রা.) উদ্দেশ করে বলেছেন, হে মা’আজ- তুমি তোমার দীনকে খালেস কর, তাহলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে’ [বুখারি]। হাশরের ময়দানে কারো কারো ধারণা হবে, আমি তো দুনিয়াতে অনেক আমল করেছি, আমাকে আল্লাহ অবশ্যই নাজাত দেবেন। কিন্তু সে যখন আল্লাহর সামনে তার আমলের হিসাব-নিকাশ করতে যাবে তখন ধরা পড়বে আমলের নানা ত্রুটি-বিচ্যুতির বিষয়টি। শেষ পর্যন্ত তার ধারণা ভুল প্রমাণিত হবে। আল্লার অনুগ্রহে হয়ত শেষ পর্যন্ত তার নাজাত মিলবে। কোনো মানুষই তার আমল গুণে নাজাতের আশা করতে পারে না। একমাত্র আল্লাহর অনুগ্রহই পারে মুক্তি দিতে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অল্প আমলেই মিলবে মুক্তি

আপলোড টাইম : ০৯:২৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০

ধর্ম প্রতিবেদন:
কোনো মানুষ চাইলেও সার্বিক হক আদায় করে আল্লাহর ইবাদত করতে পারবে না। পারা সম্ভব নয়। কারণ মহান আল্লাহ তায়ালা মানুষকে কিছু সীমাবদ্ধতা দিয়েই সৃষ্টি করেছেন। সেই সীমাবদ্ধতা অতিক্রম করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মানুষের ত্রুটি ও সীমাবদ্ধতার মধ্যেই রয়েছে আল্লাহর বিশালত্বের প্রমাণ। এ জন্য কেউ শুধু আমল দ্বারা নাজাত পাওয়ার আশা করতে পারে না। কারণ আমরা যত আমলই করি আল্লাহর সত্তা এর চেয়ে অনেক উঁচু স্তরের; যেখানে পৌঁছা কোনো মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। এ জন্য মানুষের যাবতীয় ত্রুটি-বিচ্যুতি আল্লাহ সব সময় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। আল্লাহ মানুষের কাছে অধিক পরিমাণে আমল চান না; তিনি চান মানসম্পন্ন আমল। গুণগতমানে এগিয়ে যে আমল তা অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট। রাসুল (সা.) হজরত মা’আজকে (রা.) উদ্দেশ করে বলেছেন, হে মা’আজ- তুমি তোমার দীনকে খালেস কর, তাহলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে’ [বুখারি]। হাশরের ময়দানে কারো কারো ধারণা হবে, আমি তো দুনিয়াতে অনেক আমল করেছি, আমাকে আল্লাহ অবশ্যই নাজাত দেবেন। কিন্তু সে যখন আল্লাহর সামনে তার আমলের হিসাব-নিকাশ করতে যাবে তখন ধরা পড়বে আমলের নানা ত্রুটি-বিচ্যুতির বিষয়টি। শেষ পর্যন্ত তার ধারণা ভুল প্রমাণিত হবে। আল্লার অনুগ্রহে হয়ত শেষ পর্যন্ত তার নাজাত মিলবে। কোনো মানুষই তার আমল গুণে নাজাতের আশা করতে পারে না। একমাত্র আল্লাহর অনুগ্রহই পারে মুক্তি দিতে।