ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

অভিনেতা আমির সিরাজী আইসিইউতে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • / ১২৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন:
অভিনেতা আমির সিরাজীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে ঢাকায় আনা হয় তাকে। এর আগে ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আমির সিরাজী। হাসপাতালে ভর্তির পরদিন তার হার্টে সমস্যা ধরা পড়ে। চিকিৎসকদের বরাত দিয়ে এই অভিনেতার বড় মেয়ে নুরজাহান সিরাজী গণমাধ্যমকে বলেন, ‘বাবার শারীরিক চেকআপ করার জন্য বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পেলেই তারা চিকিৎসা শুরু করবেন। হার্ট অ্যাটাকটা বাবার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বাবার বয়সও হয়েছে। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। আপনারা বাবার জন্য দোয়া করবেন।’ প্রসঙ্গত, আমির সিরাজী যাত্রাপালায় অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। তার অভিনীত প্রথম ছবি ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। প্রায় তিন যুগের ক্যারিয়ারে সাত শতাধিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

অভিনেতা আমির সিরাজী আইসিইউতে

আপলোড টাইম : ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০

বিনোদন প্রতিবেদন:
অভিনেতা আমির সিরাজীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় গত মঙ্গলবার রাতে ময়মনসিংহ থেকে ঢাকায় আনা হয় তাকে। এর আগে ২৭ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন আমির সিরাজী। হাসপাতালে ভর্তির পরদিন তার হার্টে সমস্যা ধরা পড়ে। চিকিৎসকদের বরাত দিয়ে এই অভিনেতার বড় মেয়ে নুরজাহান সিরাজী গণমাধ্যমকে বলেন, ‘বাবার শারীরিক চেকআপ করার জন্য বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পেলেই তারা চিকিৎসা শুরু করবেন। হার্ট অ্যাটাকটা বাবার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। বাবার বয়সও হয়েছে। তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। আপনারা বাবার জন্য দোয়া করবেন।’ প্রসঙ্গত, আমির সিরাজী যাত্রাপালায় অভিনয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু করেন। তার অভিনীত প্রথম ছবি ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’। তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। প্রায় তিন যুগের ক্যারিয়ারে সাত শতাধিক ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা।